শান্তিপুরের যৌনপল্লি থেকে উদ্ধার বিদেশি নাবালিকা, গ্রেপ্তার ২...
আজকাল | ১৩ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শান্তিপুরের যৌনপল্লি থেকে এক বিদেশি নাবালিকাকে উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় গ্রেপ্তার দু'জন। যে বাড়িতে তাকে লুকিয়ে রাখা হয়েছিল, সেই বাড়ির মালিকের বিরুদ্ধে চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ।
শান্তিপুর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে দীর্ঘ কয়েক দশক ধরে যৌনপল্লি রয়েছে। স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের অভিযোগ থাকা সত্বেও কোনওরকমভাবে সেই যৌনপল্লিকে ওঠানো যায়নি। প্রায়শই বিভিন্ন রকম ঘটনা ঘটে থাকে এই পল্লিকে ঘিরে। মঙ্গলবার সন্ধ্যা নাগাদ নদিয়া চাইল্ড লাইন থেকে শান্তিপুর থানার কাছে অভিযোগ জানানো হয়, এক বিদেশি নাবালিকাকে আটকে রাখা হয়েছে যৌনপল্লিতে। ঘটনার খবর পেয়ে তাদেরকে সঙ্গে নিয়ে শান্তিপুর থানার পুলিশ সেখানে তল্লাশি চালায়।
এরপর ঘরের ভিতর থেকে উদ্ধার করা হয় ওই বিদেশি নাবালিকাকে। রাতেই তাকে কৃষ্ণনগর হোমে পাঠানো হয়েছে। ধৃত দু'জনকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হবে। তদন্তের স্বার্থে এখনও পর্যন্ত পুলিশ কিছু বলতে নারাজ। কোথা থেকে কীভাবে আনা হয়েছিল, তা ঘিরে তদন্ত চলছে।