• নবগ্রামের বনাঞ্চলে ভয়াবহ আগুন, ভস্মীভূত বহু গাছ ও প্রাণী 
    আজকাল | ১৩ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ বুধবার সন্ধে থেকে রহস্যজনকভাবে লাগা আগুনে ভস্মীভূত হয়ে গেল মুর্শিদাবাদের নবগ্রামের পলসন্ডা থেকে জুলেখার মধ্যবর্তী বিস্তীর্ণ বনাঞ্চল। দীর্ঘ চেষ্টার পর বনদপ্তরের কর্মী, বনরক্ষী বাহিনী এবং দমকলের কর্মীরা বৃহস্পতিবার সকালে আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছেন বলে জানা গিয়েছে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নবগ্রামের ওই বনাঞ্চলে বহু দুষ্প্রাপ্ত এবং দামি গাছ রয়েছে। বুধবার সন্ধে নাগাদ সাধারণ মানুষের নজরে আসে বনের ভিতর থেকে দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। 

    তবে কীভাবে এই আগুন লাগল তা ভাবিয়ে তুলেছে বনদপ্তরের কর্মীদের। তাদের দাবি, গোটা এলাকায় বেআইনি কাজ আটকানোর জন্য বনদপ্তরের কর্মীরা সব সময়ই মোতায়েন থাকেন। তাদের অনুমান কোনও এক মুহূর্তের অসতর্কতার সুযোগ নিয়ে কেউ বা কারা ইচ্ছাকৃতভাবে বনের মধ্যে এই আগুন লাগিয়ে দিয়েছিল। 

    বন সুরক্ষা বাহিনীর এক কর্মী গয়ানাথ মণ্ডল বলেন, ‘‌আগুন লাগার পর থেকেই বন সুরক্ষা বাহিনী, বনদপ্তর এবং দমকলের কর্মীরা একসঙ্গে আগুন নেভানোর চেষ্টা শুরু করে।’‌ তিনি জানান, ‘‌আগুন লাগার ঘটনায় বনাঞ্চলের মধ্যে প্রচুর গাছ যেমন পুড়ে গেছে, তেমনি ওই বনের মধ্যে বসবাসকারী অনেক জীবজন্তু পুড়ে মারা গিয়েছে বলে আশঙ্কা করছি।’‌ নবগ্রাম ডিআরএফও খগেন্দ্রনাথ দাস বলেন, ‘‌প্রাথমিক তদন্তে অনুমান স্বাভাবিকভাবে বনাঞ্চলের মধ্যে এই আগুন লাগেনি। কেউ বা কারা এই আগুন ইচ্ছাকৃতভাবে লাগিয়েছিল। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’‌ 

     
  • Link to this news (আজকাল)