• রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে
    দৈনিক স্টেটসম্যান | ১৩ মার্চ ২০২৫
  • ভরা বসন্তে তাপপ্রবাহের সতর্কতা জারি করল হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের চার জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, রবিবার পর্যন্ত বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের তাপমাত্রা আগামী কয়েকদিন স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৪ ডিগ্রি বেশি থাকবে।

    মৌসম ভবন জানাচ্ছে, পশ্চিম ভারত থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে যে হাওয়া আসছে, তাতে জলীয় বাষ্পের পরিমাণ খুবই কম। সেই শুখা হাওয়ার কারণেই তেতে উঠছে দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার কলকাতায় ৩৩ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। হোলির দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে তাপমাত্রার পারদ। আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং-দুই পার্বত্য জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সপ্তাহান্তে শুষ্ক আবহাওয়া থাকবে। তারপর তাপমাত্রা বাড়বে উত্তরবঙ্গেও।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)