• বেদখল হচ্ছে রোজভ্যালির সম্পত্তি! মুক্ত করতে বাংলা-সহ আরও ৯ রাজ্যকে চিঠি ইডির
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • অর্ণব আইচ ও বিধান নস্কর: বেদখল হচ্ছে চিট ফান্ড সংস্থা রোজভ্যালির একের পর এক সম্পত্তি। দখলমুক্ত করতে এবার বাংলা-সহ আরও ৯ রাজ্যের দ্বারস্থ হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে রাজ্যগুলির মুখ্যসচিব, ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি, রাজ্য পুলিশের ডিজি এবং আইজিকে চিঠি দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। তাদের আবেদন, যত তাড়াতাড়ি সম্ভব রোজভ্যালির সম্পত্তি দখল মুক্ত করে বিক্রি করে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দেওয়া হোক।

    রোজভ্যালি চিট ফান্ডে টাকা রেখে সর্বস্ব খুইয়েছেন কয়েক লক্ষ আমজনতা। তাদের টাকা ফেরত দিতে ইতিমধ্যে বার তিনেক চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করেছে রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। কিন্তু সম্প্রতি তাদের নজরে এসেছে যে বাংলা, বিহার, ওড়িশা, অসম, ত্রিপুরা, মহারাষ্ট্র, ঝাড়খণ্ডের মতো ৯টি রাজ্যে থাকা চিট ফান্ডের সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। তা ঠেকাতে এবার চিঠি লিখল ইডি।

    এ প্রসঙ্গে বলে রাখা দরকার, রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটির আবেদন, রোজভ্যালির সম্পত্তি সুরক্ষিত করা হোক। এর পাশাপাশি, যে সমস্ত সম্পত্তি ইতিমধ্যেই দখল হয়ে গিয়েছে, তা দখলমুক্ত করারও আবেদন জানানো হয়েছে। আগামী দিনে এই সমস্ত সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের টাকা ফেরত দিতে চায় রোজভ্যালি অ্যাসেট ডিসপোজাল কমিটি। তারই প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন কমিটির আধিকারিকরা।

    আদালতের নির্দেশ ছিল, বাজেয়াপ্ত করা রোজভ্যালির সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের অর্থ ফিরিয়ে দিতে হবে। সেই সম্পত্তিগুলির তালিকা তৈরি করে আবারও পুনরায় যখন সার্ভে করতে যায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কিন্তু ইডি সূত্রে খবর, পশ্চিমবঙ্গ, অসম, বিহার, ওড়িশা, উত্তরাখণ্ড, মহারাষ্ট্র ও ত্রিপুরা-সহ নয় রাজ্যের বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি বেশিরভাগটাই বেদখল হয়ে গিয়েছে। সেই কারণে ইডি চলতি সপ্তাহের শুরুতেই নয় রাজ্যের প্রশাসনিক কর্তাদের চিঠি দিয়ে জানিয়েছে যাতে বাজেয়াপ্ত হওয়া সম্পত্তি যা দখল হয়ে রয়েছে সেগুলো অবিলম্বে দখলমুক্ত করে ইডির হাতে তুলে দেওয়া হোক।
  • Link to this news (প্রতিদিন)