• শুভেন্দু-হুমায়ুনের ‘ধর্ম’যুদ্ধ, দলীয় বিধায়কের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল, বিধানসভায় জারি হুইপ
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিধানসভা অধিবেশন চলাকালীন ‘ধর্ম’যুদ্ধে জড়িয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তৃণমূলের বিতর্কিত বিধায়ক হুমায়ুন কবীর। তা নিয়ে এবার কড়া পদক্ষেপের পথে শাসকদল। সূত্রের খবর, হুমায়ুন কবীরের মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে চলেছে তৃণমূলের পরিষদীয় দল। বৃহস্পতিবার বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব আনা হয়েছে বিধানসভায়। এদিকে, অধিবেশনের শেষ দু’দিন দলের সব বিধায়ককে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করবে তৃণমূল। ওই দু’দিন একাধিক জরুরি বিল আনা হবে। সেই কারণেই বিধায়কদের উপস্থিতি বাধ্যতামূলক করা হচ্ছে।
  • Link to this news (প্রতিদিন)