• দলবদল করেই নতুন দায়িত্বে তাপসী মণ্ডল, হলেন রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন
    প্রতিদিন | ১৩ মার্চ ২০২৫
  • গৌতম ব্রহ্ম: দলের বিভাজন নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে একদা শুভেন্দু ঘনিষ্ঠ নেত্রী গেরুয়া শিবির ত্যাগ করেছেন। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে শাসকদলের শক্তি বাড়িয়ে তৃণমূলে যোগ দিয়েছেন হলদিয়ার বিধায়ক। আর তৃণমূলে এসেই বড় দায়িত্ব পেলেন তাপসী মণ্ডল। রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন পদে বসানো হল তাঁকে। বুধবার বিকাশ ভবনের তরফে বিজ্ঞপ্তি জারি করে তা জানানো হয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মত, দলবদলের ‘পুরস্কার’ স্বরূপ তাপসীকে এই দায়িত্ব দেওয়া হল।

    সোমবার বিধানসভা অধিবেশনে যোগ দিতে এসেই সেখান থেকে সোজা তৃণমূল ভবনে চলে গিয়েছিলেন হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল। অরূপ বিশ্বাসদের হাত ধরে তিনি দলবদল করেন। পতাকা হাতে নিয়ে তৃণমূলে যোগ দেন তিনি। কারণ হিসেবে তিনি অতি সংক্ষেপে জানিয়েছিলেন, ”দলের যে বিভাজন নীতি, তা সমর্থন করতে পারছি না। বিভেদ করে কিছু হয় না, সকলকে নিয়ে একসঙ্গে চলতে হয়। আমি হলদিয়ার উন্নয়ন চাই। আশা করি, এবার থেকে তা করতে পারব।” ওইদিনই তাপসী কালীঘাটে গিয়ে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে আশীর্বাদ নেন। মমতা তাঁকে বলেন, ভালোভাবে কাজ করতে হবে।

    এর দু’দিনের মধ্যেই হলদিয়ার বিধায়ককে সরকারি স্তরে বড় দায়িত্ব দেওয়া হল। রাজ্যের নারী উন্নয়ন বোর্ডের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হল তাপসী মণ্ডলকে। তাঁর অধীনেই চলবে বোর্ড। তাপসীকে সহায়তার জন্য বোর্ডে রয়েছেন আইএএস এবং WBCS আধিকারিকরা। তাপসীর এই পদপ্রাপ্তিকে অনেকেই শাসকদলে যোগ দেওয়ার পুরস্কার বলে মনে করছেন। আর হলদিয়ার বিধায়ক বলছেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে যে দায়িত্ব দেওয়া হবে, সেটাই ভালোভাবে পালন করবেন।
  • Link to this news (প্রতিদিন)