শান্তিনিকেতনের সোনাঝুরি থেকে সরল নিষেধাজ্ঞার পোস্টার, শেষপর্যন্ত কি রঙের উৎসবে মাততে পারবেন পর্যটকরা?...
আজকাল | ১৪ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দোল উৎসব। তার ঠিক আগেই শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকা থেকে সরিয়ে নেওয়া হল সমস্ত নিষেধাজ্ঞার ব্যানার ও পোস্টার। বনদপ্তরের তরফে আগে জানানো হয়েছিল, সেখানে দোল উৎসব পালন বা ছবি তোলায় নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে শেষ মুহূর্তে সব ব্যানার-পোস্টার উধাও হয়ে যাওয়ায় প্রশ্ন উঠছে, তাহলে কি এবার সোনাঝুরিতে দোল উৎসবের অনুমতি মিলল?
প্রসঙ্গত, প্রতি বছরই দোলের দিন দূর-দূরান্ত থেকে পর্যটকেরা শান্তিনিকেতনের সোনাঝুরি এলাকায় ভিড় জমিয়ে উৎসবে মেতে ওঠেন। কিন্তু সম্প্রতি বনদপ্তরের তরফে সেখানে পোস্টার লাগিয়ে জানানো হয়েছিল, সোনাঝুরিতে দোল উৎসব পালন করা যাবে না এবং ছবি তোলাও নিষিদ্ধ। এতে পর্যটকরা হতাশ হয়ে পড়েন।
তবে পুলিশের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, শান্তিনিকেতনের সব জায়গায় নিয়ম মেনে দোল উৎসব পালন করা যাবে। দোল উৎসব উপলক্ষে ইতিমধ্যেই প্রায় ৫০০ পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে নিরাপত্তার জন্য।
সোনাঝুরি নিয়ে নিষেধাজ্ঞা সরানোর খবর পর্যটকদের স্বস্তি এনে দিয়েছে। এখন সকলের নজর আগামীকালের দোল উৎসবের দিকে। যেখানে রঙে, গানে, আর আনন্দে মেতে উঠবে শান্তিনিকেতন।