• অস্ত্র নিয়ে ভয়ঙ্কর হামলা, থেমে গেল সানাই, আলো নিভল বিয়েবাড়ির ...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বিয়েবাড়ির আনন্দ মুহূর্তেই রূপ নিল আতঙ্কে। দিনহাটার সাহেবগঞ্জ গর্ভডাঙ্গা এলাকায় বুধবার রাতে এক বিয়ে বাড়িতে ভয়াবহ হামলার ঘটনা ঘটে। ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন মনোজ রায় ওরফে বাবু নামে এক স্থানীয় বাসিন্দা। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে কোচবিহারে চিকিৎসাধীন রাখা হয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মনোজ রায় ওই বিয়ে বাড়িতে উপস্থিত ছিলেন। একই অনুষ্ঠানে আমন্ত্রিত ছিল সরেশ বর্মন নামে এক ব্যক্তি। আচমকাই সরেশ মনোজকে বাইরে ডেকে নিয়ে গিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করে। গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মনোজ। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসতেই হামলাকারী সরেশ বর্মন পালিয়ে যায়। আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা বিয়েবাড়িতে। 

    স্থানীয়রা তৎক্ষণাৎ মনোজকে উদ্ধার করে দিনহাটা মহাকুমা হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থার অবনতি হলে তাঁকে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

    কেন এই হামলা, তা এখনও স্পষ্ট নয়। ব্যক্তিগত শত্রুতা, পূর্ব বিরোধ নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ। অভিযুক্ত সরেশ বর্মনের খোঁজে তল্লাশি চলছে।
  • Link to this news (আজকাল)