• দোলের দিন এই শাখায় চলবে না মেট্রো, পরিবর্তন হয়েছে টাইম টেবিলেও, জানুন বিস্তারিত...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শুক্রবার দোলযাত্রা উপলক্ষে সময়সূচিতে বিশেষ পরিবর্তন করল কলকাতা মেট্রো। বৃহস্পতিবার মেট্রোর তরফে জানানো হয়েছে, শুক্রবার ব্লু লাইন, গ্রিন লাইন-১ ও গ্রিন লাইন-২-তে সীমিত সংখ্যক ট্রেন চালানো হবে। অরেঞ্জ এবং পার্পল লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। জানানো হয়েছে, ব্লু লাইন অর্থাৎ দক্ষিণশ্বের থেকে কবি সুভাষ শাখায় অন্যান্য দিন মোট ২৬২টি মেট্রো চলাচল করে। কিন্তু দোলযাত্রার দিন চলবে মোট ৬০টি ট্রেন। প্রথম পরিষেবা মিলবে নোয়াপাড়া থেকে দুপুর ২.৩০ নাগাদ।

    দক্ষিণেশ্বর থেকে প্রথম পরিষেবা দুপুর ২.৩০ নাগাদ। দুপুর ২.৩০ নাগাদ কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে ছাড়বে প্রথম ট্রেন। তবে শেষ ট্রেনের সময় অপরিবর্তিত, অর্থাৎ অন্যান্য দিন যে সময়ে শেষ মেট্রো ছাড়ে দোলের দিন ঠিক একই সময়ে ছাড়বে মেট্রো। কবি সুভাষ ও দমদম স্টেশন থেকে রাত ১০:৪০ নাগাদ বিশেষ মেট্রো পরিষেবা চালু থাকবে শুক্রবার। গ্রিন লাইন ২ অর্থাৎ এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান রুটে সাধারণত ১৩০টি মেট্রো চললেও, দোলযাত্রার দিন ৪২টি ট্রেন চালানো হবে। পরিষেবা শুরু হবে দুপুর ৩.০০ নাগাদ এবং প্রতি ১৫ মিনিট অন্তর ট্রেন চলবে।

    হাওড়া ময়দান এবং এসপ্ল্যানেড থেকে প্রথম পরিষেবা মিলবে দুপুর ৩.০০ নাগাদ। শেষ ট্রেন ছাড়বে রাত ৮.০০ নাগাদ। গ্রিন লাইন ১ অর্থাৎ শিয়ালদা থেকে সল্টলেক সেক্টর-ফাইভ রুটে সাধারণত ১০৬টি মেট্রো চললেও, শুক্রবার চলবে মাত্র ২২টি ট্রেন। দু’দিক থেকেই প্রথম ট্রেন পাওয়া যাবে দুপুর ৩.০০নাগাদ। প্রতি ৩০ মিনিট অন্তর ট্রেন চলবে। দু’দিক থেকেই শেষ মেট্রো ছাড়বে রাত ৮.০০ নাগাদ। কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে দোলযাত্রার দিন অরেঞ্জ এবং পার্পল লাইনে সম্পূর্ণ বন্ধ থাকবে মেট্রো পরিষেবা।
  • Link to this news (আজকাল)