• দোল উৎসব উপলক্ষে নিরামিষ খাওয়ার নিদান নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের, শুরু রাজনৈতিক তরজা...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: তীর্থনগরী চৈতন্যভূমি নবদ্বীপ এবং মায়াপুরে সাড়ম্বরে পালিত হবে ভগবান শ্রীচৈতন্যের ৫৩৯তম আবির্ভাব উদযাপন বা দোলযাত্রা উৎসব। আর এই দোল উৎসব উপলক্ষে তীর্থনগরীর বিভিন্ন মন্দিরে লক্ষ লক্ষ ভক্তের সমাগম ঘটেছে ইতিমধ্যে। শ্রীচৈতন্যর নবদ্বীপ এবং মায়াপুর মিলে ছোট বড় প্রায় আড়াইশো মঠ মন্দিরে ইতিমধ্যেই নবদ্বীপ মণ্ডল পরিক্রমা চলছে। এরই মাঝে নবদ্বীপে আগামী ১৩ মার্চ থেকে ১৫ মার্চ পর্যন্ত নবদ্বীপবাসীকে নিরামিষ খাওয়ার আহ্বান জানালেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমান কৃষ্ণ সাহা। এর আগেও এই ধরনের আহ্বান জানানো হয়েছিল পুরসভার পক্ষ থেকে। চেয়ারম্যানের এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

    ;চলতি সপ্তাহে নবদ্বীপ রবীন্দ্র সংস্কৃতিক মঞ্চে দোলযাত্রা উপলক্ষে এক সমন্বয় সভার আয়োজন করা হয়েছিল। সেই সভাতেই এই আহ্বান করেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান। কিন্তু কেন নিরামিষ খাওয়ার পরামর্শ দিলেন তিনি? এ বিষয়ে বিমান কৃষ্ণ বলেন, ''নবদ্বীপ এবং মায়াপুর জুড়ে এখন শুধু ভক্তদের আনাগোনা চলছে। কৃষ্ণানুরাগীরা বছরভর নিরামিষ আহার করে থাকেন। বর্তমানে নবদ্বীপের প্রতিটি রাস্তায় অলিতে গলিতে চলছে বিভিন্ন মঠ মন্দিরের পরিক্রমা।'' তিনি আরও বলেন, ''নবদ্বীপের বিভিন্ন বাজার এমনকি রাস্তার ধারে প্রকাশ্যে মাছ এবং মাংসের দোকান রয়েছে। তাতে স্থানীয় এবং বহিরাগত ভক্তদের অসুবিধা হওয়াটা স্বাভাবিক। উৎসবমুখর নবদ্বীপে রাস্তার পাশে মাছ কিংবা মাংসের দোকান থাকায় অনেকেই ঠিকমতো স্বাচ্ছন্দ বোধ করেন না পুণ্যার্থীরা। এটা কোনও জোর জুলুমের ব্যাপার নয়। গোটা নবদ্বীপবাসীর উদ্দেশ্যে এবং বহিরাগত ভক্তদের সুবিধার্থে এই রকম একটি আহ্বান করা হয়েছে।'' তাঁর বিশ্বাস, নবদ্বীপবাসী এবং স্থানীয় মাছ-মাংস ব্যবসায়ীরা পুরসভার পক্ষ থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানাবেন এবং মেনে নেবেন। 

    অন্যদিকে, নবদ্বীপ পুরসভার এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মঠ মন্দিরের অধ্যক্ষরা। কিন্তু চেয়ারম্যানের এই নিদান নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। কংগ্রেসের দাবি, তৃণমূল বলেই গায়ে জোর খাটিয়ে এসব করা হচ্ছে। বিজেপির দাবি, এর আগেও একাধিক নিদান দিয়েছেন চেয়ারম্যান। অন্যদিকে, চেয়ারম্যানের এই নিদানে বৃহস্পতিবার নদিয়ার কৃষ্ণনগরের জেলাশাসক দপ্তরে একটি ডেপুটেশন জমা দেন মানবাধিকার সংগঠন এপিডিআর ও নবদ্বীপ নাস্তিক মঞ্চের সদস্যরা। 
  • Link to this news (আজকাল)