• নাবালিকাকে আটকে রেখে ধর্ষণ, বিস্ফোরক অভিযোগ বিএসএফ জওয়ানের ছেলের বিরুদ্ধে, জলপাইগুড়িতে চাঞ্চল্য ...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: একাদশ শ্রেণীর ছাত্রীকে নেশাগ্রস্ত করে রাতভর ধর্ষণের অভিযোগ উঠল এক বিএসএফ জওয়ানের ছেলের বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি এলাকায়। জানা গিয়েছে, ধূপগুড়ি মহকুমার একটি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা ওই একাদশ শ্রেণির ছাত্রী মঙ্গলবার স্কুলে পরীক্ষা দিতে গিয়েছিল। বাড়িতে বলে গিয়েছিল, পরীক্ষা শেষে সে বান্ধবীর বাড়িতে রাতে থাকবে। কিন্তু বুধবার রাতে হঠাৎ নাবালিকার পরিবারের কাছে ফোন আসে। ফোন মারফত পরিবারের সদস্যরা জানতে পারেন, তাঁদের বাড়ির মেয়েকে জলপাইগুড়ির রানীনগরের বিএসএফ ক্যাম্পের ভিতর আটকে রাখা হয়েছে। পরিবারের সদস্যরা তড়িঘড়ি বিএসএফ ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হন।

    সঙ্গে ছিলেন জলপাইগুড়ি জেলা পরিষদের সদস্য মমতা সরকার বৈদ্য। তিনি জলপাইগুড়ি কোতোয়ালি থানার সঙ্গে যোগাযোগ করে বিএসএফের আধিকারিকদের সঙ্গে কথা বলেন। পুলিশের তরফে ফোনের লোকেশন ট্র্যাক করা হয়। বুধবার গভীর রাত পর্যন্ত বিএসএফ আধিকারিকদের সঙ্গে আলোচনা করে পুলিশ। কিন্তু রাতভর ক্যাম্পের ভিতর তল্লাশি করলেও নাবালিকার সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে ক্যাম্পের আবাসন থেকে ওই পড়ুয়া এবং বিএসএফ জওয়ানের ছেলেকে উদ্ধার করে কোতোয়ালি থানার পুলিশ। নাবালিকার পরিবারের অভিযোগ, বিএসএফ জওয়ানের ছেলে এবং তার কয়েকজন বন্ধু ক্যাম্পের আবাসনে আটকে রেখেছিল।

    এমনকি, নেশাগ্রস্ত করে ধর্ষণের অভিযোগও আনা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয় ধূপগুড়ি থানায়। গোটা ঘটনার তদন্ত করছে পুলিশ। জানা গিয়েছে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছেলেটির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল একাদশ শ্রেণীর ওই পড়ুয়ার। মঙ্গলবার রাতে মেয়েটি বিএসএফ ক্যাম্পাসে ওই কোয়ার্টারে গিয়েছিল জওয়ানের ছেলের সঙ্গে। বিএসএফ জানিয়েছে, বুধবার রাতে জলপাইগুড়ি পুলিশের সঙ্গে ওই নাবালিকার খোঁজ শুরু হয়। বৃহস্পতিবার সকালে ছুটিতে থাকা এক জওয়ানের ছেলের সঙ্গে ওই নাবালিকাকে উদ্ধার করা হয়েছে। বিএসএফে সূত্রে খবর, ওই নাবালিকাকে উদ্ধারের সময় সে জানায়, নিজের ইচ্ছায় ক্যাম্পের কোয়ার্টারে এসেছিল সে।
  • Link to this news (আজকাল)