দোলের আগের দিন শহর কলকাতায় অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক ঘর
আজকাল | ১৪ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: দোলের আগের দিন শহর কলকাতায় ফের অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার সাত সকালে হাজরার নিকটে যতীন দাস পার্ক এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় একাধিক ঘর। আগুন লাগার খবর পেতেই ঘটনাস্থলে যায় দমকলের একাধিক ইঞ্জিন। আগুন এখন নিয়ন্ত্রণে বলে জানা গেছে।
জানা গেছে বৃহস্পতিবার ভোরে আগুন লাগে হাজরার একটি পরিত্যক্ত বাড়ির একাংশে। যতীন দাস পার্ক মেট্রো স্টেশনের অদূরে, জনবহুল এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়ায়। খবর পেতেই ঘটনাস্থলে আসে দমকল। যায় ভবানীপুর থানার পুলিশও। তবে পরিত্যক্ত বাড়ির ভিতরে ঢুকতে বেশ সমস্যা হয় দমকলকর্মীদের। কারণ বাড়ির দরজা ভিতর থেকে বন্ধ ছিল। শেষমেশ ওই বাড়ির জানলা ভেঙে ভিতরে ঢোকেন দমকলকর্মীরা। শেষ খবর অনুযায়ী আগুন আপাতত নিয়ন্ত্রণে এসেছে।
তবে কী কারণে আগুন লাগল তা স্পষ্ট নয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে থাকায় তাঁরা দমকলকে খবর দেন।
জানা গেছে সকাল সাড়ে ৬টা নাগাদ আগুন লাগে। তবে হতাহতের খবর নেই।