• দোলে হাওড়া-শিয়ালদহে বাতিল প্রচুর ট্রেন, ছুটির মেজাজে থাকবে রেলও...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রতিবারেই দোলের দিনে হাওড়া এবং শিয়ালদহে ডিভিশনে বহু ট্রেন বাতিল থাকে। এবারেও তার ব্যতিক্রম হবে না। চলতি বছরেও দোলে এই দুটি ডিভিশনের প্রচুর ট্রেন বাতিল থাকছে।

    পূর্ব রেল জানিয়ে দিয়েছে এই দুই ডিভিশনে প্রায় সারাদিন শতাধিক ট্রেন বাতিল থাকবে।  শিয়ালদহ ডিভিশনে দক্ষিণ শাখা ও মেইন লাইনে প্রচুর ট্রেন বাতিল করা হয়েছে। বিশেষ করে সকালের দিকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ-বর্ধমান শাখায় এক জোড়া ট্রেন বাতিল হয়েছে।

    শিয়ালদহ- রানাঘাট শাখায় মোট ৮টি ট্রেন বাতিল করা হয়েছে।  রানাঘাট-গেদে শাখায় ৪ জোড়া ট্রেন যাত্রা শুরু করবে না। শিয়ালদহ-গেদে শাখায় তিনটি ট্রেন বাতিল থাকছে। রানাঘাট-কৃষ্ণনগর ভায়া শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে দুটি ট্রেন বাতিল। রানাঘাট-নৈহাটি রুটে একজোড়া বাতিল করা হয়েছে।  রানাঘাট -শান্তিপুর রুটে আপ-ডাউন মিলিয়ে মোট পাঁচটি ট্রেন বাতিল করা হয়েছে। শিয়ালদহ থেকে শান্তিপুর যাওয়ার আটটি ট্রেন বাতিল থাকবে।

    এছাড়াও রানাঘাট বনগাঁ, শিয়ালদহ-বারাকপুর, বিধাননগর-বারাকপুর, বিধাননগর-নৈহাটি, শিয়ালদহ- নৈহাটি , বারাসত-বনগাঁ, শিয়ালদহ-বনগাঁ, শিয়ালদহ-হাবড়া, শিয়ালদহ-হাসনাবাদ, ডানকুনি, রুটে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। দক্ষিণ শাখাতেও বাতিল করা হয়েছে বহু লোকাল। শিয়ালদহ থেকে বারুইপুর, ডায়মন্ড হারবার, বিবাদী-বাগ, সোনারপুর, ক্যানিং, মাঝেরহাট, লক্ষ্মীকান্তপুর লোকাল বাতিল করা হয়েছে। সব মিলিয়ে প্রায় ১০০টিরও বেশি ট্রেন বাতিল করা হয়েছে।

    হাওড়া ডিভিশনেও ট্রেন বাতিল করা হয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, হাওড়া-বর্ধমান শাখার মেইন লাইনে তিনটি আপ ট্রেন, ডাউনে দুটি ট্রেন বাতিল করা হয়েছে। হাওড়া-বর্ধমান শাখার কর্ড লাইনে তিনজোড়া ট্রেন বাতিল করা হয়েছে। একই লাইনে সাতটি ট্রেন বাতিল থাকছে বলে জানিয়েছে রেল।হাওড়া-ব্যান্ডেল শাখার মেইন লাইনে চারজোড়া ট্রেন বাতিল। ডাউনে বাতিল সাতটি ট্রেন। একইভাবে হাওড়া-শেওড়াফুলি, হাওড়া-তারকেশ্বর, নৈহাটি-ব্যান্ডেল, হাওড়া-শ্রীরামপুর, বর্ধমান-কাটোয়া শাখার আপ-ডাউনে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। শুধুমাত্র দোল উৎসবের দিনের জন্যই এই পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল।

     
  • Link to this news (আজকাল)