• 'খেলব হোলি রং দেব না তাই কখনও হয়!' সকলের কথা ভেবে বর্ধমানের বাজার ভরল ভেষজ রঙে...
    ২৪ ঘন্টা | ১৪ মার্চ ২০২৫
  • পার্থ চৌধুরী: সামনেই হোলি, দোল। গোটা রাজ্যে একদিন হলেও বর্ধমানের হোলি দুদিন। রাজ আমলের প্রথা মেনে এখানে প্রথমদিন দেবতার পায়ে রঙ দেওয়া হয়। দ্বিতীয়দিন হোলি খেলেন আমজনতা। এবারে হোলির আগে বাজারে এল ভেষজ রঙ।

    হোলি বা দোল একটা সামাজিক উৎসব। এখানে জাতি, বর্ণ নির্বিশেষে মানুষ মেতে ওঠেন। হোলিতে রঙ নিয়ে অনেক প্রশ্ন ওঠে। নানা রাসায়নিক দ্রব্য থেকে তৈরি রঙ ব্যবহার করে অনেকের অনেক ক্ষতি হয়েছে। ক্ষতিকারক এইসব রঙের প্রকোপ নিয়ে নানা কথা চালু আছে। তাই তার বিকল্প নিয়ে অনেক ভাবনাচিন্তা শুরু হয়েছে।  

    গত তিনবছর ধরে বর্ধমানের একটি সংস্থা বিকল্প আবীর আর রঙ তৈরি করে আসছে। বাজারে এর চাহিদাও আছে। জানা গেছে, সবজি ও ফুল থেকে তৈরি ভেষজ আবির, বাজারে বাড়ছে  তার চাহিদা।

    হোলির উৎসব মানেই রঙের খেলা, আর সেই রঙ যদি হয় প্রাকৃতিক, তাহলে আনন্দের মাত্রা বেড়ে যায় আরও কয়েক গুণ। পরিবেশবান্ধব রঙের প্রতি সাধারণ মানুষের আগ্রহ বাড়তে থাকায়, এবার বাজারে এসেছে সবজি ও ফুল থেকে তৈরি ভেষজ আবির। বর্ধমানের এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে তৈরি এই জৈব আবির ইতিমধ্যেই অনলাইনে বিক্রির জন্য জনপ্রিয় হয়ে উঠেছে।

    এই সংস্থার পক্ষ থেকে আবির তৈরির প্রশিক্ষক প্রতনু রক্ষিত জানান, 'সিন্থেটিক রঙের ক্ষতিকর প্রভাব সম্পর্কে মানুষকে সচেতন করাই আমাদের মূল লক্ষ্য। ঘরে বসেই খুব সহজে ও কম খরচে এই জৈব আবির তৈরি করা সম্ভব।' তিনি আরও জানান, বাজারের সাধারণ আবিরের তুলনায় ভেষজ আবিরের দাম কিছুটা বেশি হলেও কলকাতা ও দুর্গাপুরের মতো শহরের মানুষ এটি পছন্দ করছেন।

    ভেষজ আবির তৈরির মূল উপকরণ হল এরারুট, যা ত্বকের জন্য সম্পূর্ণভাবে নিরাপদ। সুগন্ধি হিসাবে এতে ব্যবহার করা হচ্ছে পাউডার। লাল রঙের জন্য গাজর ও বিট, সবুজ রঙের জন্য পালং শাক, আর উজ্জ্বল লাল রঙের জন্য লাল জবা ফুল ব্যবহার করা হচ্ছে। ফলে এই আবির ব্যবহারে ত্বকের কোনো ক্ষতি হয় না।

    প্রতনু রক্ষিতের কথায়, 'বাড়িতেও মাত্র এক ঘণ্টার মধ্যেই এই আবির তৈরি করা সম্ভব। এটি যেমন স্বাস্থ্যসম্মত, তেমনই পরিবেশবান্ধব।' হোলির উৎসবে রঙ নিয়ে কোনো দুশ্চিন্তা না করে প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে খেলতে চাইলে, এই ভেষজ আবির হতে পারে সেরা পছন্দ। তবে বিপণনের সীমাবদ্ধতার জন্য এর প্রচার এখনো সীমিত। ঠিকঠাক প্রচার পেলে এই রঙ ভাল বাজার করতে পারবে।

     

  • Link to this news (২৪ ঘন্টা)