সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত পোহালেই দোল। রং-আবিরে মেতে উঠবে সকলে। তার আগেই নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের সঙ্গে রঙের উৎসবে মাতলেন সাংসদ রচনা বন্দ্য়োপাধ্যায়। ঘরের মেয়ের মতো মিশে গেলেন কচি কাঁচাদের ভিড়ে। সম্প্রীতির বার্তা দিয়ে রমজান মাসে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দিলেন শাড়ি।
বৃহস্পতিবার হুগলির চুঁচুড়া পুরসভার স্বাস্থ্য সিআইসি জয়দেব অধিকারীর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে, যেখানে উপস্থিত ছিলেন হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। দোল উৎসব এবং পবিত্র রমজান মাস উপলক্ষে এলাকার বাসিন্দাদের হাতে তুলে দেন শাড়ি তুলে দেন। এরপর বিকেলে শিশুদের জন্য আয়োজিত দোল উৎসবে শামিল হন তিনি। ছোটদের সঙ্গে রঙ, পিচকিরি ও আবির খেলায় মেতে ওঠেন সাংসদ। তাঁকে কাছে পেয়ে শিশুদের আনন্দ ছিল চোখে পড়ার মতো।
এদিন সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় সকলকে দোল উৎসব ও রমজান মাসের শুভেচ্ছা জানান। বলেন, তাঁর লোকসভা এলাকার যে কেউ যদি তাঁর সঙ্গে দেখা করতে চান বা কোনও সমস্যা জানাতে চান, তিনি সর্বদা তাঁদের পাশে থাকবেন। বুঝিয়ে দিলেন, তিনি শুধু জনপ্রতিনিধি নন, বরং সকলের আপনজন। সাংসদকে এই ভূমিকায় পেয়ে আপ্লুত এলাকার বাসিন্দারা।