• খড়দায় এটিএম কাউন্টারের ভিতরে জন্মদিন পালন পঞ্চায়েত সদস্যের, ব্যবস্থা নেবেন শোভনদেব
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টারের ভিতরে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। আর সেই ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই জোর বিতর্ক শুরু হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার খড়দায়। তৃণমূল অবশ্য বিষয়টা হালকাভাবে দেখছে না। বিধায়ক-মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন।  

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোদপুরের এইচবি টাউন এলাকায় একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টার রয়েছে। বৃহস্পতিবার ওই এটিএম কাউন্টারের নিরাপত্তারক্ষীর জন্মদিন ছিল। স্থানীয় পাতুলিয়ায় পঞ্চায়েতের তৃণমূল সদস্য আশিস চক্রবর্তীর উদ্যোগে কেক কেটে ওই নিরাপত্তারক্ষীর জন্মদিন এটিএম কাউন্টারের মধ্যেই পালন করা হয়। জন্মদিন পালনের পুরো পর্বটি একটি ভিডিও রেকর্ড করা হয়। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও আজকাল.ইন ভিডিও সত্যতা যাচাই করেনি। 

    রাজ্যের বিভিন্ন প্রান্তে এটিএম জালিয়াতি-সহ নানা ধরনের অপরাধের খবর শোনা যায়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সুরক্ষিত এটিএম কাউন্টারের ভিতরে ঢুকে একজন জনপ্রতিনিধি কীভাবে নিরাপত্তারক্ষীর জন্মদিন পালন করলেন, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। তৃণমূল অবশ্য বিষয়টি হালকাভাবে দেখছে না। দলের শৃঙ্খলারক্ষা কমিটির সভাপতি তথা খড়দার বিধায়ক মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন, 'সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়। ভিডিওটি আমি ভাল করে দেখব। আমাদের দলের যে জনপ্রতিনিধি তা করেছেন, তাঁর ব্যাখ্যা জানতে চাইব। তারপর দলগতভাবে যা সিদ্ধান্ত নেওয়ার নেব।'
  • Link to this news (আজকাল)