• রমরমিয়ে চলছিল বেআইনি অস্ত্র তৈরির কারখানা, কলকাতা এবং ওড়িশা পুলিশের যৌথ অভিযানে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কটকের বেন্টকর এলাকায় অবস্থিত একটি বেআইনি অস্ত্র তৈরির কারখানায় বিশেষ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করল পুলিশের বিশেষ টাস্ক ফোর্স। বৃহস্পতিবার ভোরে কলকাতা পুলিশ এবং টাস্ক ফোর্সের যৌথ বাহিনী, ওড়িশা এসটিএফ এবং কটক জেলা পুলিশের যৌথ অভিযানে এই বেআইনি কারখানার সন্ধান মেলে। জানা গিয়েছে, কটকের বেন্টকর থানার ৪২ মৌজার বড়ধুলেশ্বর গ্রামে অবস্থিত একটি বাড়ির ভেতর দীর্ঘদিন ধরে এই অস্ত্র তৈরির কারখানা চালু ছিল। বাড়িটির মালিক শরৎ চন্দ্র যাদবের ঘরে এই অবৈধ কারখানা রমরমিয়ে চলছিল।

    অভিযানে কারখানার মূল চালক মহম্মদ আজম ওরফে বুদ্ধু, বাড়ির মালিক তথা সহযোগী শরৎ চন্দ্র যাদব এবং মুঙ্গের থেকে আসা দুই দক্ষ অস্ত্র নির্মাতাকে গ্রেপ্তার করা হয়েছে। সূত্রের খবর, এই বেআইনি কারখানায় অত্যাধুনিক দেশি আগ্নেয়াস্ত্র তৈরি করা হত। বিভিন্ন অপরাধ চক্রের কাছে তা সরবরাহ করা হত বলে খবর পুলিশ সূত্রে। অভিযানে প্রচুর পরিমাণে আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।  ওড়িশা এসটিএফের পক্ষ থেকে এই ঘটনায় অস্ত্র আইনের অধীনে একটি বিশেষ মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের খোঁজ নেওয়া হবে এবং এর পেছনে কোনো বৃহৎ চক্র কাজ করছে কিনা, তা খতিয়ে দেখা হবে।
  • Link to this news (আজকাল)