• কলকাতা মেট্রোয় জুড়ছে আরও দুই স্টেশন
    দৈনিক স্টেটসম্যান | ১৪ মার্চ ২০২৫
  • দোলের দিন সুখবর। কলকাতা মেট্রোয় জুড়ছে আরও দুই স্টেশন। জোকা-এসপ্ল্যানেড পার্পল মেট্রো করিডরে আরও দুটো স্টেশন বাড়ানোর অনুমোদন দিল মেট্রো রেল। আইআইএম জোকা থেকে ইডেন গার্ডেন্স পর্যন্ত ওই রুটে মেট্রো চলবে। ১৪. ১ কিলোমিটারের জায়গায় এবার করিডরের দূরত্ব বেড়ে ১৮ কিলোমিটার হল।

    বাবুঘাটের কাছাকাছি এলাকায় তৈরি হবে ইডেন গার্ডেন্স স্টেশন। এই স্টেশন চালু হলে ক্রিকেটপ্রেমীদের সুবিধা হবে। পার্পল করিডর জোকা-এসপ্ল্যানেড রুটে আগে একদিকের শেষ স্টেশন এসপ্ল্যানেড। আগামী এই করিডরের শেষ স্টেশন হবে ইডেন। অন্যপ্রান্তের শেষ স্টেশন ছিল জোকা। পরবর্তীতে এই প্রান্তের শেষ স্টেশন হবে আইআইএম জোকা। দুই প্রান্তে নতুন দুই স্টেশন যোগ হলে প্রায় তিন কিলোমিটার অতিরিক্ত পথ যাবে মেট্রো।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)