অয়ন ঘোষাল: উইকেণ্ডে গরমে গলদঘর্ম। তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গের পাঁচ ও ছয় জেলায়। আপাতত শুষ্ক আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গে আজও বৃষ্টির সম্ভাবনা। দোল উৎসবে বৃষ্টি উত্তরবঙ্গে আর দাবদাহ দক্ষিণবঙ্গে।
সিস্টেম
আসাম এবং রাজস্থান, মালদ্বীপে রয়েছে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব বাংলাদেশ এলাকায়। অক্ষরেখা রয়েছে কেরালা উপকূলে, এবং আসাম ও সংলগ্ন এলাকায়।
দক্ষিণবঙ্গে
উত্তর ও উত্তর পশ্চিমের গরম হওয়ার প্রভাবে লু বইবে ওড়িশা এবং ঝাড়খণ্ডে। তার প্রভাব পড়বে বাংলার কয়েকটি জেলাতে। কাল শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি ৫ জেলায়। বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে।
রবিবারেও তাপপ্রবাহের সতর্কবার্তা দক্ষিণবঙ্গে। বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া এই ছয় জেলাতে তাপপ্রবাহ চলবে। স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে এই চার জেলার তাপমান। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও রবিবার তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে। গরম অস্বস্তিকর আবহাওয়া দক্ষিণবঙ্গের সব জেলাতেই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়াতে।
সোমবারেও তাপপ্রবাহের পরিস্থিতি ৫ জেলায়। বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। স্বাভাবিকের তুলনায় ৫ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রা উঠতে পারে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া।
তাপমাত্রা কোথায় কত?
গতকাল কলকাতা ৩৫ ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে গিয়েছে। অন্যদিকে পশ্চিম বর্ধমানের পানাগড়ে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ৫.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। আজই তাপপ্রবাহের মতো পরিস্থিতি। বাঁকুড়া ৩৮. ১ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবার, নদিয়ার কল্যানী এবং উত্তর ২৪ পরগনার দমদম ব্যারাকপুরে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। একই তাপমাত্রা মেদিনীপুর সিউড়িতে। কলাইকুন্ডা তাপমাত্রা ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রামে ৩৮ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়াতেও তাপমাত্রা ৩৫.৩ ডিগ্রি সেলসিয়াস, সিনিকেতনে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।
উত্তরবঙ্গ
উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রবিবার পর্যন্ত। আগামীকাল, শুক্রবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুত্-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার বৃষ্টি হবে শুধুমাত্র দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। একইভাবে রবিবার বৃষ্টি হবে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। উত্তরবঙ্গের বাকি জেলায় শুষ্ক আবহাওয়া। তাপমাত্রা আগামী কয়েক দিনের দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।
কলকাতা
হোলির আগের দিনেই ৩৫ ডিগ্রি ছুঁল কলকাতার পারদ। শনিবার ও রবিবার আরও বাড়বে সর্বোচ্চ ও সর্বনিম্ন দুই তাপমাত্রা। বসন্তেই গরমে গলদঘর্ম। উইকেন্ডে গরম ও অস্বস্তিকর আবহাওয়া। ভোরবেলায় ও সন্ধ্যেতে মনোরম আবহাওয়া কার্যত উধাও। ধীরে ধীরে দিনে উষ্ণতা বাড়বে; রাতেও গরম এবং অস্বস্তি। আপাতত পরিষ্কার আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উইকেন্ডে দাবদাহের মত পরিস্থিতি।
কলকাতার তাপমান
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ২৭ থেকে ৯১ শতাংশ।
ভিনরাজ্যে
ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা বেশ কয়েকটি রাজ্যে। জম্মু-কাশ্মীর, লাদাখ, মোজাফফরবাদেও আগামী কয়েক দিনে ভারী বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টি হবে অরুণাচল প্রদেশে। বজ্রবিদ্যুৎ-সহ ঝড় বৃষ্টি আসাম, মেঘালয়, দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়ে। সিকিম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ডেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আশঙ্কা। শিলাবৃষ্টি আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা রাজ্যে। তাপপ্রবাহের পরিস্থিতি সৌরাষ্ট্র ও কচ্ছ ঝাড়খন্ড ছত্তিশগড়। তাপপ্রবাহ শুরু হবে বিদর্ভ এবং ওড়িশা রাজ্যে। গরম অস্বস্তিকর আবহাওয়া কর্ণাটক এবং কঙ্কন ও গোয়াতে।