• নয়া মেকানিজম থেকে কর্মসূচির ঘোষণা? অভিষেকের মেগা বৈঠকের ৪ কারণ নিয়ে তুঙ্গে জল্পনা...
    ২৪ ঘন্টা | ১৪ মার্চ ২০২৫
  • প্রবীর চক্রবর্তী: শনিবার অভিষেকের মেগা বৈঠক। ভূতুড়ে ভোটার ইস্যুতে মেগা বৈঠক অভিষেকের। সেইসঙ্গে সাংগঠনিক বেশকিছু বার্তা দিতেও এবার আসরে নামছেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তবে এই মেগা বৈঠক হবে ভার্চুয়ালি। বৃহত্তর পরিসরে এই ভার্চুয়াল বৈঠক করবেন অভিষেক। দলের প্রায় সর্বস্তরের জনপ্রতিনিধি ও সাংগঠনিক পদাধিকারীদের শনিবারের বৈঠকে যোগ দিতে বলা হয়েছে। বিকেল ৪টেয় শুরু হবে বৈঠক। অনেকদিন পর এই ধরনের বৈঠক করতে দেখা যাবে অভিষেককে।

    তৃণমূলের অন্দরের খবর, মূলত ৪টি কারণে এই বৈঠক। যার মধ্যে এক, ভূতুড়ে ভোটার। মনে করা হচ্ছে, ভূতুড়ে ভোটার ধরতে এই বৈঠকে নতুন মেকানিজম তৈরি করে দিতে পারেন অভিষেক। যে মেকানিজমের মূল কথা-ই হতে পারে, দলের সবাইকে মাঠে নামতে হবে। এরসঙ্গে যুক্ত করা হতে পারে আইপ্যাককেও। কীরকম? সময় বেঁধে দিয়ে ভূতুড়ে ভোটার খুঁজে বের করার কাজ! মানে ভূতুড়ে ভোটার বা ভুয়ো ভোটার খুঁজে বের করতে সময় বেঁধে দিতে পারেন অভিষেক। 

    প্রসঙ্গত, ইন্ডোরের মেগা বৈঠক থেকেই ফিল্ড সার্ভের কথা বলেছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে ভুয়ো ভোটার ধরার কথা বলেছিলেন তৃণমূল সুপ্রিম। একদম বুথস্তর থেকে এই সার্ভে শুরুর কথা বলেছিলেন। এজন্য একটি কমিটিও গঠন করে দেন তৃণমূলনেত্রী। দ্বিতীয়, আগামিকালের ভার্চুয়াল মেগা বৈঠকে ফের শৃঙ্খলার কড়া বার্তা দিতে পারেন অভিষেক। 

    সেইসঙ্গে তিন, হয়তো তৃণমূলের কোনও নতুন কর্মসূচিরও ঘোষণা করতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। উল্লেখ্য, বিগত পঞ্চায়েত নির্বাচনের আগে জনসংযোগ কর্মসূচি 'তৃণমূলে নবজোয়ার' ঘোষণা করেছিলেন অভিষেক। ৫১ দিনের সেই কর্মসূচিতে মিলেছিল ব্যাপক সাড়া। বিরোধীরা অভিষেকের কর্মসূচি নিয়ে তির্যক মন্তব্য করলেও, তাঁর যাত্রাপথে পঞ্চায়েত ভোটের ফল দিয়েছিল 'অন্য বার্তা'।

    চার ও সম্ভাব্য শেষ কারণ, অনেকদিন ধরেই সংগঠন নিয়ে প্রায় চুপ অভিষেক। জল্পনা ছিল, নেত্রীর সঙ্গে বেশকিছু বিষয়ে মতানৈক্য তৈরি হয়েছে! যদিও ইন্ডোরের মেগা বৈঠকে তা সমূলে নস্যাৎ করেছেন অভিষেক। মনে করা হচ্ছে, এই বৈঠকের মধ্যে দিয়ে সেই মতানৈক্য হয়তো মিটতে চলেছে! তাই আগামিকালের এই বৈঠকের দিকেই তাকিয়ে এখন দলের সর্বস্তরের নেতৃত্ব থেকে কর্মীরাও। 

  • Link to this news (২৪ ঘন্টা)