• ভরসন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড, শিলিগুড়ির রায়পাড়ায় পুড়ে ছাই প্লাস্টিকের গোডাউন...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শিলিগুড়ির ইস্টার্ন বাইপাস সংলগ্ন রায়পাড়া এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যায় ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে, এদিন সন্ধ্যা প্রায় ৬.৩০ নাগাদ একটি প্লাস্টিকের গোডাউনে আগুন লাগে। প্রথমে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করলেও, ক্রমশ আগুনের তীব্রতা বেড়ে যায়। পরে আরও চারটি ইঞ্জিন আনা হয় আগুন নেভানোর কাজে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দাহ্য পদার্থ থাকার কারণে মুহূর্তের মধ্যেই গোডাউনের আগুন চারদিকে ছড়িয়ে পড়েছিল। আগুন লাগার পরপরই এলাকাবাসী আতঙ্কিত হয়ে ঘর ছেড়ে বেরিয়ে আসেন এলাকাবাসীরা।

    স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ঘটনার খবর পাওয়ার পরও প্রায় এক ঘণ্টা দেরিতে দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়, ফলে ক্রমশ ছড়িয়ে পড়ে আগুন। আগুনের লেলিহান শিখা ২৫ ফুট পর্যন্ত পৌঁছায়, যা আরও আতঙ্ক সৃষ্টি করে। দমকল সূত্রে জানা গিয়েছে, গোডাউনে থাকা প্লাস্টিকের বর্জ্যের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে, ফলে নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় দমকল কর্মীদের। এছাড়াও, সংকীর্ণ রাস্তা ও পর্যাপ্ত জল না থাকায় আগুন নেভানোর কাজে ব্যাঘাত ঘটে। পরে শিলিগুড়ি পৌর নিগমের সহযোগিতায় দুটি জেসিবি মেশিন এনে প্লাস্টিকের স্তূপ সরানোর কাজ শুরু হলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কমে যায়।

    শিলিগুড়ি ৪২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে আমি সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসি। দমকল কর্মীরা ও স্থানীয়রা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এই গোডাউনে এত পরিমাণ প্লাস্টিকের বর্জ্য কীভাবে মজুত ছিল, তা নিয়ে তদন্ত করা হবে। পাশাপাশি, এখানে যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল কিনা, সেটিও খতিয়ে দেখা হবে’। অগ্নিকাণ্ডের পর থেকেই গোডাউন মালিক পলাতক বলে জানা গেছে। আগুন লাগার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। এখনো পর্যন্ত কোনও হতাহতের খবর মেলেনি। তবে কয়েক লক্ষ টাকার ক্ষতি হতে পারে বলে অনুমান করা হচ্ছে।
  • Link to this news (আজকাল)