• সৈকতে রঙের উৎসব, শহরজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা, দোলের দিনে রঙিন দিঘা...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দিঘা সমুদ্র সৈকতে রঙের উৎসব। শহর জুড়ে নানা জায়গায় রঙিন শোভাযাত্রা। দোলের দিনে এককথায় রঙিন হল শহর।

    পূর্ব মেদিনীপুর প্রেস ক্লাব ও জেলা প্রশাসনের উদ্যোগে দিঘায় প্রথম দোল উৎসবের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। দিঘার নতুন জগন্নাথ ধামের মূল গেটের সামনে থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। গোটা দিঘা পরিক্রম করে ওই শোভাযাত্রা। নৃত্য-গীতের মাধ্যমে বসন্তের উদযাপন মুগ্ধ করে সাধারণ মানুষকে।

     রং খেলায় সামিল হয়ে মেতে ওঠেন সৈকতে যাওয়া পর্যটকেরাও । সপ্তাহান্ত, ঠিক তার আগের দিন দোল। অর্থাৎ একসঙ্গে শুক্র-শনি-রবি। টানা ছুটির রেশে বহু মানুষেই ঘুরতে বেরিয়ে পরেছেন। একথা কে না জানেন, বাঙালির ছুটি মিললেই অন্যতম পছন্দের জায়গা দিঘা। স্বাভাবিক ভাবেই ছুটির আমেজে ভিড় জমেছে সেখানে। 

     নাচ-গান-পথনাটিকা অনুষ্ঠিত হয় দিঘার বিভিন্ন ঘাটে।আবির খেলতে খেলতে সমুদ্র সৈকত পরিক্রমা করে নিউ দিঘার সমুদ্র সৈকতের মূল অনুষ্ঠান মঞ্চের কাছে পৌঁছয় শোভাযাত্রা। 

    দিঘায় প্রথম এই ধরনের বড় একটি দোল উৎসব পালন করা হল। দীঘা প্রেসক্লাবের কর্মকর্তা প্রনব মিশ্র শান্তনু বেরা ও সম্পাদক রঞ্জন মহাপাত্র বলেন, সৈকত পাড়ে আজ সারাদিন ধরে চলবে নানান ধরনের অনুষ্ঠান। তালিকায় রয়েছে গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান সান্ধ্য কালীন বিচিত্রানুষ্ঠান। এছাড়াও এই রংয়ের উৎসবে পর্যটকেরা যাতে নানা ভাবে আনন্দে মেতে উঠতে পারেন তার জন্য গোটা দিঘা জুড়ে আহ্বান জানানো হয়েছে সকলকে। জেলাশাসক পূর্ণেন্দু মাঝি জানিয়েছেন, ‘দিঘায় এই দোল উৎসব পর্যটকদের বিশেষ আনন্দ যোগাবে। প্রশাসনের সব ‘রকম সহযোগিতা থাকবে এই উৎসবকে ঘিরে।‘
  • Link to this news (আজকাল)