• বসন্ত উৎসবে যোগ দিয়ে শুভেন্দুকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সাংসদ কল্যাণ...
    আজকাল | ১৪ মার্চ ২০২৫
  • মিল্টন সেন, হুগলি: ‘‌যাঁরা রাজনীতিতে এসে মানুষে মানুষে ভেদাভেদ করে। তারা কখনও নেতা হতে পারে না। শুভেন্দুকে দিল্লির অনেক বিজেপির নেতাই পছন্দ করে না। নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব। বিধায়ক হিসেবে ওঁর মেয়াদ আর এক বছর।’‌ শ্রীরামপুরে বসন্ত উৎসবে যোগ দিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে নিয়ে এমনই মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল কংগ্রেস সাংসদ কল্যাণ ব্যানার্জি। 

    শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্য প্রসঙ্গে বলতে গিয়ে কল্যাণ এদিন বলেন, ‘‌হাইকোর্টের আশীর্বাদ আছে বলেই শুভেন্দু অধিকারী ঘুরে বেড়াচ্ছে। আর বড় বড় কথা বলছে। না হলে ওর জেলে থাকার কথা ছিল। বাংলায় এইভাবে বলে কখনও নেতা হওয়া যায় না। যে মানুষ প্রত্যেক ধর্মের মানুষকে সম্মান করতে পারে, প্রত্যেক জাতির মানুষকে সম্মান করতে পারে সেই নেতা হয়। রাজনীতিতে এসে যাঁরা ভেদাভেদ করে, তাঁরা রাজনীতিতে থাকার যোগ্য নয়। ভারতবর্ষের সংবিধানকে জানতে হবে আগে। সংবিধান পুরোটা না জানলেও তার স্পিরিটটাকে জানতে হবে। যে জানে না, তাঁকে অবজ্ঞা করে সে আবার রাজনৈতিক নেতা কী। বলে দিচ্ছি নন্দীগ্রামে ওকে হারিয়ে ছাড়ব। বিধায়ক হিসেবে মেয়াদ আর এক বছর।  তারপর রাস্তায় ঘুরে বেড়াবে। প্রচারের আলো কিনা জানি না সব সময় নেগেটিভ কথা বলতে ভালবাসে। একটা ধর্মের মানুষকে আরেকটা ধর্মের বিরুদ্ধে ক্ষেপিয়ে দেয়। বিজেপির মধ্যে অনেক রকম লড়াই আছে। কে সভাপতি হবে তার লড়াই আছে। ও আরএসএস এর কাছে একটু বড় নেতা হয়ে দেখাতে চাইছে।’‌ দিল্লিতে বিজেপির বড় বড় নেতারা শুভেন্দুকে পছন্দ করে না বলে দাবি করেন তৃণমূল সাংসদ। 

     
  • Link to this news (আজকাল)