• বিজেপি গুন্ডাদের পার্টি: ফিরহাদ
    দৈনিক স্টেটসম্যান | ১৪ মার্চ ২০২৫
  • ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের কোনও হিন্দু প্রার্থী জিততে পারবেন না। শুধুমাত্র মুসলিম প্রার্থীরাই জিতবেন। এমনই দাবি করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। বুধবার বিধানসভার সামনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘বিধানসভায় মুসলিম বিধায়কদের চ্যাংদোলা করে রাস্তায় ফেলব।’ শুভেন্দুর বক্তব্যের কড়া প্রতিক্রিয়া দিয়েছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। বিজেপিকে আক্রমণ করে তিনি বলেন, ‘আসলে বিজেপি গুন্ডাদের পার্টি। অসভ্য, বর্বর। শুভেন্দুও ওখানে গিয়ে ওরকম হয়ে গিয়েছে। বিজেপি বাংলা থেকে শেষ হতে চলেছে।’

    তিনি আরও বলেন, ‘আমরা যারা নির্বাচিত বিধায়ক, আমাদের বিধানসভা থেকে বের করে দেওয়ার ক্ষমতা কারও নেই। মানুষ আমাদের নির্বাচিত করেছে দেশের ও সাধারণ মানুষের হয়ে কথা বলার জন্য। বিজেপি বিভাজনের রাজনীতি করছে, হিন্দু-মুসলিম ভাগাভাগি করছে। কিন্তু বাংলায় এটা চলবে না।’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)