জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। আরও চাপে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ইডি সূত্রের দাবি, পার্থের বিরুদ্ধে এবার রাজসাক্ষী হচ্ছেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। তাঁর আবেদন মঞ্জুর করেছে আদালত। শ্বশুরের বিরুদ্ধে খুব তাড়াতাড়িই গোপন জবাববন্দি দেবেন কল্যাণময়।
অর্পিতা মুখোপাধ্যায় তো বটেই, নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্য, কুন্তল ভট্টাচার্য-সহ আরও অনেকেই জামিন পেয়ে গিয়েছেন। কিন্ত পার্থ এখনও জেলে। ২০২২ সালে ২২ জুলাই রাজ্যের তত্কালীন শিক্ষামন্ত্রীকে প্রথমে গ্রেফতার করে ইডি, পরে সিবিআই। এরপর ইডি-র মামলায় জামিন পান তিনি। কিন্তু সিবিআইয়ের মামলায় কারণে এখনও জেলবন্দি পার্থ। সিবিআই মামলায় তাঁর জামিন আবেদনের শুনানি চলছে সুপ্রিম কোর্টে।
সবিস্তারে আসছে...