বেআইনি মদ বিক্রি বন্ধ করতে গিয়ে হাবড়ায় মার খেল পুলিশ! গ্রেফতার মোট পাঁচ জন
আনন্দবাজার | ১৪ মার্চ ২০২৫
দোলের দিন রাজ্যে মদ বিক্রি বন্ধ। তার মধ্যে কোথাও কেউ লুকিয়ে মদ কেনাবেচা করছেন কি না, খুঁজতে গিয়ে আক্রান্ত হল পুলিশ। শুক্রবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবড়ায়।
শুক্রবার হাবড়া থানার বিভিন্ন এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রি বন্ধ করতে অভিযান চালাচ্ছিল পুলিশ। সংশ্লিষ্ট থানার বদর এলাকায় বেআইনি ভাবে মদ বিক্রির খবর পেয়ে হানা দেন দুই পুলিশকর্মী। অভিযোগ, সেখানে যেতে উল্টে পুলিশকর্মীদের উপর ঝাঁপিয়ে পড়েন কয়েক জন। মারধর করা হয় দুই পুলিশকর্মীকে। আধিকারিকের উপর চড়াও হওয়ারও অভিযোগ ওঠে। দাবি, অভিযুক্তেরা সকলে মত্ত অবস্থায় ছিলেন।
পুলিশের আক্রান্ত হওয়ার খবর পেয়ে হাবড়া থানা থেকে বাহিনী পাঠানো হয়। তার পর মোট পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আরও বেশ কয়েক জনের খোঁজে তল্লাশি শুরু করেছে হাবড়া থানার পুলিশ। ইতিমধ্যে বিপুল পরিমাণে দেশি এবং বিদেশি মদ উদ্ধারের খবর মিলেছে। পুলিশ সূত্রের খবর, অভিযুক্তদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।