• ফুটবল খেলতে গিয়ে বোমায় পা! বিস্ফোরণে জখম এগারোর বালক, শোরগোল মুর্শিদাবাদের গ্রামে
    আনন্দবাজার | ১৪ মার্চ ২০২৫
  • ফুটবল খেলতে গিয়ে বোমা বিস্ফোরণে জখম হল ১১ বছরের এক বালক। শুক্রবার, দোলের দিন বিকেলে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ভরতপুর থানার হরিশ্চন্দ্রপুর এলাকায়। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্রের খবর, শুক্রবার বিকেলে হরিশ্চন্দ্রপুর দক্ষিণপাড়া ঈদগাহ এলাকায় কচিকাঁচারা ফুটবল খেলছিলো। খেলতে খেলতে বলটি মাঠ ছাড়িয়ে পড়ে যায় পাশের ঝোপে। শাহিন নামে একটি বালক বলটি কুড়োতে যায়। সেই সময় একটি ব্যাগে পা লাগে তার। সঙ্গে সঙ্গে বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। ধোঁয়ায় ভরে যায় ঝোপটি। স্থানীয়েরা রক্তাক্ত অবস্থায় বালকটিকে উদ্ধার করেন। তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গুরুতর অবস্থায় হাসপাতালেই চিকিৎসাধীন ওই বালক।

    জখম শিশুর বাবা নিফাজ আলি বলেন, ‘‘বিকেল ৪টের দিকে খাওয়া-দাওয়া করে ঈদগাহ মাঠের কাছে খেলতে বেরিয়েছিল। পরে পাড়ার লোকজনের মুখে বোমা বিস্ফোরণের কথা জানতে পারি।’’ স্থানীয় বাসিন্দা তোফাজুল ইসলাম বলেন, ‘‘বাড়িতে বসেছিলাম। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাড়ি থেকে ছুটে বেরিয়ে আসি। ঝোপের মধ্য থেকে ধোঁয়া বেরতে দেখি।’’

    স্থানীয়দের অভিযোগ, ঝোপের মধ্যে একটি ব্যাগভর্তি বোমা রাখা ছিল। সেটাতেই নাবালকের পা পড়ে যায়। মুহূর্তের মধ্যে বিস্ফোরণ হয়। কে বা কারা বোমা রেখেছে, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত চলছে। ওই বালকের কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসা চলছে।
  • Link to this news (আনন্দবাজার)