• আক্রান্ত হতে পারে বন্যপ্রান, দোল এবং হোলিতে শিকার রুখতে জঙ্গলে কড়া পাহারা ...
    আজকাল | ১৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দোল এবং হোলিতে শিকার রুখতে উত্তরবঙ্গের জঙ্গলে বাড়ানো হয়েছে নিরাপত্তা। ডুয়ার্সের বনাঞ্চলের বিভিন্ন এলাকায় দেওয়া হচ্ছে কড়া পাহারা। চলছে বনকর্মী এবং ডগ স্কোয়াড -এর টহলদারি।

    রঙের এই উৎসবে ডুয়ার্সে শিকার উৎসব পালন করেন এক শ্রেণির মানুষ। কোনোভাবেই যেন তাদের হাতে একটি বন্যপ্রানেরও মৃত্যু না ঘটে বা চোরা শিকার না ঘটে সেজন্য ডুয়ার্সের জঙ্গলগুলিতে বাড়ানো হয়েছে নিরাপত্তা। দোলের আগেরদিন রামসাই এবং গরুমারা বনাঞ্চলে জায়গায় জায়গায় ঘুরছেন বনকর্মীরা। তাঁদের সঙ্গে রয়েছেন পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা। কোনোভাবেই যেন চোরা শিকার না হয় সেজন্য অন্যান্যবারের মতো এবারও জঙ্গলের ভিতরে বন্ধ রাখা হয়েছে দোল বা হোলি উৎসব। 

    উত্তরের বনাঞ্চলের মধ্যে অন্যতম হল গরুমারা। সংরক্ষিত এই অরণ্যে রয়েছে হাতি, গন্ডার, বাইসন, লেপার্ড এবং অন্যান্য তৃণভোজী প্রাণী। সংরক্ষিত বনাঞ্চলের পাশে যে জঙ্গল রয়েছে সেখানেও রয়েছে বহু বন্যপ্রান। এই এলাকার এক শ্রেণির বাসিন্দা প্রতি বছর দলবেঁধে বেরিয়ে পড়েন সংরক্ষিত বনাঞ্চলের বাইরের জঙ্গলে শিকার করতে। এই প্রবণতা রুখতেই নেওয়া হয়েছে এই বিশেষ সতর্কতা।
  • Link to this news (আজকাল)