• কুপিয়ে খুন যুবককে, দোলের দিন ব্যাপক আতঙ্ক টিটাগড়ে
    আজকাল | ১৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: রঙের উৎসবের দিনই রক্তাক্ত টিটাগড়। রঙ খেলার কথা বলে ডেকে এনে গিয়ে কুপিয়ে খুনের অভিযোগ। দুপুর ১.৫০ নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় টিটাগড়ের ১৩ নম্বর ওয়ার্ডে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অমর চৌধুরী। পুরনো বিবাদের জেরে ব্যক্তিগত আক্রশেই এই খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের। এই ঘটনায় ইতিমধ্যেইএকজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

    পুলিশ সূত্রে খবর, ঘটনার পর জখম অমর চৌধুরীকে তাঁর দাদা আরজি কর হাসপাতালে নিয়ে যান। বেশ কিছুক্ষণ চিকিৎসার মারা য়ান অমর। মৃতের বাড়ির সদস্যদের দাবি ঠিকাদারির কাজ নিয়ে জামেলার জেরেই ঝামেলা ও খুন করা হয়েছে। অমরের হত্যার নেপথ্যে পবন রাজভর, কানাই তিওয়ারি ও রাজ তিওয়ারি রয়েছেন বলে অভিযোগ করেছেন। 

    এই ঘটনা ঘিরে উৎসবের দিনও ব্যাপত আতঙ্ক ছড়িয়েছে টিটাগড ও সংলগ্ন ব্যারাকপুর শিল্পাঞ্চলে। 
  • Link to this news (আজকাল)