বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার...
আজকাল | ১৫ মার্চ ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাইসনের হামলায় নিহত আবু বক্কর সিদ্দিকের পরিবারকে চাকরি ও আর্থিক সহায়তা দিল রাজ্য সরকার। শুক্রবার মোয়ামারি অঞ্চলে আবু বক্কর সিদ্দিকের পরিবারের বাড়িতে যান কোচবিহার ডিএফও অসিতাপ চট্টোপাধ্যায়, কোচবিহার জেলা পরিষদের সহসভাধিপতি আব্দুল জলিল আহমেদ, কোচবিহার এক নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি মাধবী নাগ,বি শিষ্ট সমাজসেবী আবুল কালাম আজাদ ও নজরুল ইসলাম সহ সরকারি আধিকারকরা। কোচবিহারের ডিএফও জানান, ‘গত ২৭ ফেব্রুয়ারি বাইসনের হামলায় গুরুতর জখম হওয়ার পর ১০ মার্চ মৃত্যু হয় আবু বক্কর সিদ্দিকের। বনদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছিল, মৃতের পরিবারকে আর্থিক সাহায্য করা হবে। আমরা পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দিয়েছি’।
পরবর্তীতে একটি সরকারি চাকরি দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। উল্লেখ্য, গত ২৭ ফেব্রুয়ারি বাইসনের হামলায় গুরুতর জখম হয়েছিলেন কোচবিহার এক নম্বর ব্লকের অন্তর্গত ছোট আঠারোকোটা গ্রাম পঞ্চায়েতের বাসিন্দার আবু বক্কর সিদ্দিক। প্রথমে তাঁকে কোচবিহারের একটি বেসরকারি হাসপাতাল ভর্তি করা হয়। পরে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি ঘটায় তাঁকে পরবর্তীকালে শিলিগুড়ি একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। গত ১০ মার্চ ভোর তিনটে নাগাদ মৃত্যু হয় আবুর। ঘটনার কয়েকদিনের মধ্যেই শুক্রবার মৃত আবু বক্কর সিদ্দিকির বাড়িতে যান কোচবিহার ডিএফও সহ অন্যান্য আধিকারিকরা। আর্থিক সাহায্যের পাশাপাশি সরকারি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছেন তাঁরা।