• ক্রিকেট খেলে ক্লান্ত, পুকুরে স্নান করতে নামাই কাল, মর্মান্তিক পরিণতি দুই কিশোরের...
    আজকাল | ১৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: ক্রিকেট খেলার পর ক্লান্ত হয়ে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হল দুই কিশোরের। শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রাণীনগর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। ঘটনায় শোকের ছায়া গ্রামজুড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত দুই কিশোরের নাম মোস্তফা মন্ডল (১২ )এবং তামিম শেখ (১৩)। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই এদিন মোস্তফা এবং তামিম পাশের পাড়াতে তাদের আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল। সেখানে খেলাধুলা শেষের পর কয়েকজন বন্ধুর সঙ্গে মোস্তফা এবং তামিম স্থানীয় একটি পুকুরে স্নান করতে নামে। কিছুক্ষণ স্নান করার পর তামিম হঠাৎই ডুবে যেতে শুরু করে। তামিমকে ডুবে যেতে দেখে মোস্তফা তাকে  বাঁচানোর জন্য এগিয়ে গেলে সেও পুকুরের জলে তলিয়ে যায়।

    এই ঘটনা দেখতে পেয়ে তামিম এবং মোস্তাফার বন্ধুরা দ্রুত প্রতিবেশীদের খবর দেয়। গ্রামের বাসিন্দারা পুকুরের জলে নেমে কিছুক্ষণ তল্লাশি চালানোর পর ওই দুই কিশোরকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। তড়িঘড় স্থানীয় এক ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। সেখানেই দুই কিশোরকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। তামিম শেখের বাবা মিলন মন্ডল জানান, ‘আমার ছেলে এবং মোস্তাফা প্রায় রোজই পাশের পাড়াতে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ক্রিকেট এবং অন্যান্য খেলাধুলা করার জন্য যেত। খেলার পর কয়েকজন একসঙ্গে একটি পুকুরে স্নান করতে নামে। এর কিছুক্ষণ পর আমি কয়েকজন প্রতিবেশীর কাছ থেকে খবর পাই আমার ছেলে পুকুরের জলে ডুব দেওয়ার পর আর ওঠেনি। গ্রামের লোকজন জল থেকে তুলে ডাক্তারের কাছে নিয়ে গেলেও লাভ হয়নি’।
  • Link to this news (আজকাল)