• দোল খেলে স্নান করতে গিয়ে অঘটন, প্রাণ গেল বাংলার ২ কিশোরের
    প্রতিদিন | ১৫ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ব্যুরো: দোলের রং মেখে স্নান করতে যাওয়ার সময় অঘটন। দুই জেলায় মৃত্যু হল দুজনের। মামার বাড়িতে বেড়াতে এসে দোল খেলে স্নান করতে গিয়ে হুগলির পুরশুড়ায় মৃত্যু কিশোরের। আবার মেদিনীপুরের ২২ নম্বর ওয়ার্ডে প্রাণ গেল আরেক কিশোরের। দুই ঘটনায় উৎসবের মাঝে বিষাদের ছায়া।

    হুগলির পুরশুড়ার মামার বাড়িতে এসে জলে ডুবে প্রাণ হারায় ১৬ বছরের কিশোর। সাগর আদক আদতে পূর্ব বর্ধমানের জামালপুরের বাসিন্দা। দোলের দিন বন্ধুদের সঙ্গে রঙ খেলায় মেতে ওঠে সে। সবাই মিলে স্নান করতে দামোদর নদে নামে। সেই সময় জলে ডুবে যায় সে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন পুরশুড়া থানার ওসি। সাগরকে উদ্ধার করে শ্রীরামপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই মর্মান্তিক ঘটনায় এলাকাজুড়ে নেমেছে শোকের ছায়া।

    এদিকে, দোলে রঙ মেখে কাঁসাই নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় আরেক কিশোর। বছর তেরোর ওই কিশোর সোহন দাস। ২২ নম্বর ওয়ার্ডের কবিরাজ পাড়ার বাসিন্দা। জানা গিয়েছে, দেলার খেলার পর সোহন-সহ তিন বন্ধু আমতলা ঘাটে স্নান করতে যায়। লোকজনের বাধা তারা শোনেনি। স্নান করতে করতেই গভীর জলে তলিয়ে যায় সোহন। সাঁতার জানত না সে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় কাউন্সিলর মহম্মদ সাইফুল, পুরপ্রধান সৌমেন খান-সহ পুলিশ আধিকারিকরা। ডুবুরি নামিয়ে প্রায় ঘন্টাদুয়েকের চেষ্টায় দেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় নেমেছে গভীর শোকের ছায়া।
  • Link to this news (প্রতিদিন)