টিটাগড়ের পর জগদ্দল, দোলের সন্ধ্যায় দুষ্কৃতীদের চপারের কোপে গুরুতর জখম যুবক
প্রতিদিন | ১৫ মার্চ ২০২৫
অর্ণব দাস, বারাকপুর: দোলের দুপুরে টিটাগড়, রাত গড়াতেই জগদ্দলে হামলা দুষ্কৃতীদের। চপারের এলোপাথাড়ি কোপে যুবককে খুনের চেষ্টায় উত্তপ্ত জগদ্দলের নেতাজিনগর এলাকা। গুরুতর জখম অবস্থায় ওই যুবক কল্যাণীর জেএনএম হাসপাতালে চিকিৎসাধীন। হামলাকারীদের চিহ্নিত করা গেলেও এখনও অধরা। কী কারণে যুবককে খুনের চেষ্টা, তদন্তে নেমে হামলাকারীদের খোঁজের পাশাপাশি মোটিভও জানার চেষ্টা করছে জগদ্দল থানার পুলিশ। নিরাপত্তাহীনতার অভিযোগ তুলে আতঙ্কিত এলাকাবাসী।
Link to this news (প্রতিদিন)