• বল ভেবে বোমায় পা, ফুটবল খেলতে গিয়ে বিস্ফোরণে জখম মুর্শিদাবাদের শিশু
    প্রতিদিন | ১৫ মার্চ ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: খেলার মাঠে বল ভেবে বোমায় পা। ফেরা আক্রান্ত স্কুলছাত্র। বাড়ির সামনে খেলার মাঠে ফুটবল খেলার সময় মাটির নিচে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে গুরুতর জখম হল চতুর্থ শ্রেণির পড়ুয়া। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের ভরতপুর থানার ভরতপুর গ্রামে। গ্রামবাসীরা ওই শিশুকে উদ্ধার করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ভরতপুর ব্লক হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

    জখম সাহিল শেখ। বাড়ি মুর্শিদাবাদের ভরতপুর গ্রামে। অন্যান্য দিনের মতো ওই শিশুটি বিকেলে মাঠে ফুটবল খেলছিল। হঠাৎই মাটির নিচে একটি বোমা বিস্ফোরণ হয়। এবং শিশুটি জখম হয়। বোমা বিস্ফোরণের ফলে একটি পায়ে চোট পায় সে। বর্তমানে ওই শিশুটি কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।

    ঘটনার তদন্ত শুরু করেছে ভরতপুর থানার পুলিশ। কারা এই বোমাটি মাটিতে পুঁতে রেখেছিল? উদ্দেশ্যই বা কী? তা তদন্ত করে দেখছে ভরতপুর থানার পুলিশ। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, দিনকয়েক আগে একই মাঠে বোমা বিস্ফোরণে আহত হয়েছিলেন আরও এক গ্রামবাসী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের বিস্ফোরণের ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশ্নের মুখে নিরাপত্তা।
  • Link to this news (প্রতিদিন)