• ইসকনে শ্রীচৈতন্য মহাপ্রভুর মহাভিষেক অনুষ্ঠান, উপস্থিত মন্ত্রী থেকে সাংসদ
    এই সময় | ১৫ মার্চ ২০২৫
  • দোলে দিনভর উৎসব চলল মায়াপুর ইসকনে। শুক্রবার অর্থাৎ এ দিন ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে মায়াপুর ইসকনে মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণে শুরু হলো মহাভিষেক অনুষ্ঠান। এই উপলক্ষে এদিন ভিড়ে ঠাসা মায়াপুর তথা ইসকন মন্দির চত্বর। গোটা দেশ থেকেই শুধু নন, বিদেশ থেকেও বহু মানুষ এসেছেন এই বিশেষ পুজোয় যোগ দিতে।

    এদিন বিকেলে পুণ্যলগ্নে দুধ-সহ বিভিন্ন পুজোর উপাচার দিয়ে শুরু হয় অভিষেক পর্ব। চারটি পৃথক মঞ্চে পঞ্চতত্ত্ব গৌড় নিতাইয়ের অভিষেক সম্পন্ন হয়। দুধ দিয়ে স্নান করানো-সহ এই অভিষেক পর্বের সাক্ষী থাকতে ভিড় জমিয়েছিলেন ইসকনের বিভিন্ন দেশের অসংখ্য দেশীয় বিদেশী ভক্ত ছাড়াও সাধারণ মানুষ। এ দিনের মহা অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস সহ সাংসদ জগন্নাথ সরকার ছাড়াও বহু জনপ্রতিনিধিরা।

    ভগবান শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সমস্ত ধর্মের মানুষের আগমনে মিলনমেলায় পরিণত হয়েছে ইসকন চত্ত্বর। ইসকনে রং দোল না হলেও ভক্তিভরে বিভিন্ন অনুষ্ঠান সম্পন্ন করতে ভক্তরা সমবেত হয়েছিল হয়েছিল মায়াপুর ইসকনের পার্কিং ময়দানে।

    তীর্থনগরী মায়াপুর ইসকনে রং আবিরের প্রচলন একেবারে নেই বললেই চলে। তবে মায়াপুর ইসকনের ভক্ত হওয়ার সুবাদে শ্রী রাধিকার সঙ্গে শ্রী কৃষ্ণের হোলি খেলার যে প্রচলনের বিষয়টি তাদের অজানা নয়। তাই মায়াপুর ইসকন ভক্ত বিদেশিনীরাও এদিন মেতে ওঠেন রং খেলায়। সম্পূর্ণ ভেষজ পদ্ধতিতে তৈরি রংবেরঙের আবির এবং ফুল নিয়ে তারা হোলি খেললো মহা আনন্দে। ভগবান শ্রী চৈতন্যের ৫৩৯ তম আবির্ভাব তিথি উপলক্ষে সারাদিন উপবাসের মাঝেই চলে রং খেলা। নেচে গেয়ে আনন্দ করে একে অপরের মুখে রং মাখিয়ে দেন মায়াপুর ইসকনের দেশি-বিদেশি ভক্তরা।

  • Link to this news (এই সময়)