দোলের দিনে সামান্য কমেছিল তাপমাত্রার পারদ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ২৬.৩ ডিগ্রিতে। কিন্তু, শনিবার থেকে ফের চড়তে শুরু করবে তাপমাত্রার পারদ। এ দিন দক্ষিণবঙ্গের ৫টি জেলায় রয়েছে তাপপ্রবাহের সতর্কবার্তা। শনিবার তাপপ্রবাহ হতে পারে ৬ জেলায়। আপাতত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।
শনিবার তাপপ্রবাহের পরিস্থিতি রয়েছে ৫ জেলায়। এই জেলাগুলি হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। এই জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে।
রবিবারও একাধিক জেলায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলি হলো বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম এবং পুরুলিয়া। সপ্তাহের শেষ দিনে এই জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বা তার বেশি থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় রবিবারের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে, পূর্বাভাস এমনটাই। গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায়।
সোমবার তাপপ্রবাহের পরিস্থিতি ৫ জেলায়। এই জেলাগুলি হলো বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম। সেখানে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি হতে পারে। মোটের উপর আগামী সপ্তাহের শুরুতেই গরমে অস্বস্তি বাড়তে পারে দক্ষিণবঙ্গে।
অন্যদিকে, উত্তরবঙ্গের একাধিক জেলায় রবিবার পর্যন্ত রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার ভিজতে পারে দার্জিলিং এবং কালিম্পং। রবিবার বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলি অবশ্য শুষ্ক থাকবে। তাপমাত্রা আগামী কয়েক দিনে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।