• দুই গোষ্ঠীর সংঘর্ষ, সাঁইথিয়ার অনেক এলাকায় বন্ধ ইন্টারনেট পরিষেবা
    এই সময় | ১৫ মার্চ ২০২৫
  • বীরভূমের সাঁইথিয়ায় দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে প্রবল উত্তেজনা। সাঁইথিয়ার নতুন ব্রিজ এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। এলাকায় পুলিশের বড় বাহিনী মোতায়েন করা হয়েছে। শুক্রবার রাত থেকে সাঁইথিয়া শহরের বহু এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে বলে খবর।

    সূত্রের খবর, দোলের দিন দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের কারণে অশান্তির পরিবেশ তৈরি হয়। হাতোরা গ্রাম পঞ্চায়েত, মাথপালসা গ্রাম পঞ্চায়েত, হরিসারা গ্রাম পঞ্চায়েত, দরিয়াপুর গ্রাম পঞ্চায়েত এবং ফুলুর গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তেজনা ছড়ায়। অশান্তির খবরকে কেন্দ্র করে সমাজমাধ্যমে বিভিন্ন গুজব ছড়াতে থাকে। সেই কারণে প্রশাসনের তরফে আগামী ১৭ মার্চ পর্যন্ত সাঁইথিয়ার বিস্তীর্ণ এলাকায় ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

  • Link to this news (এই সময়)