সল্টলেকে প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুন। উদ্ধার করা হল পরিচারকের রক্তাক্ত দেহ। শনিবার এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তিনিও ওই বাড়িতে পরিচারক হিসাবেই কাজ করতেন। কেন এই খুন, তা এখনও স্পষ্ট নয়।
সল্টলেকের জিডি ব্লকে পিকে-র বাড়িতে তাঁর অবর্তমানে এখন তাঁর মেয়েরা থাকেন। সূত্রের খবর, সেখানেই দুই পরিচারকের মধ্যে বচসা হয়। এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠান তাঁরা। সন্দেহভাজনকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তাঁকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।
পুলিশ জানতে পেরেছে, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই কোনও গোলমাল হয়ে থাকতে পারে বলে তাঁদের অনুমান। সেই সময়ে পিকে-র বাড়ির সদস্যেরা কোথায় ছিলেন, তাঁরা গোলমালের শব্দ পেয়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন পিকে। পরে ওই দলের কোচ হিসাবেও নিযুক্ত হয়েছিলেন। জাতীয় দলের জার্সিতে ৫২টি ম্যাচ খেলে ১৬টি গোল রয়েছে তাঁর নামে। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী-সহ একাধিক সম্মান লাভ করেছিলেন পিকে। ২০২০ সালের ২০ মার্চ কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।