• ফের শহরে খুন, প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে দেহ উদ্ধার
    এই সময় | ১৫ মার্চ ২০২৫
  • ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে খুনের অভিযোগ। বাড়ি থেকে পরিচারকের দেহ উদ্ধার হয়েছে। পরিচারক ও গাড়ি চালকের মধ্যে বচসার জেরে এই খুনের ঘটনা বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম গোপীনাথ মুহুরী।

    জানা গিয়েছে, প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের বাড়ির রান্নাঘর থেকে দেহটি উদ্ধার হয়। ওই বাড়ির গাড়ি চালক বরুণ ঘোষের সঙ্গে গোপীনাথের বচসা শুরু হয়।বচসার মাঝেই ওই ব্যক্তির গায়ে এলোপাথাড়ি ছুরির কোপ দেওয়া হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত গাড়ির চালককে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। প্রাক্তন ফুটবলারের বাড়ি থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

    জানা গিয়েছে, শুক্রবার রাতে মদের আসর বসিয়েছিলেন পরিচারকরা। বিষয়টি বাড়ির মালিকরা জানতেন কি না তা এখনও স্পষ্ট নয়। মদের আসরে টাকা গায়েব করা নিয়ে ঝগড়া এবং হাতাহাতি শুরু হয়। এক জন অন্য জনকে রান্নাঘরে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপায়। ছুরি দিয়ে গোপীনাথের বুকে আঘাত করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন ওই পরিচারক। এর পরেই চিৎকার চেঁচামেচিতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। রক্তাক্ত অবস্থায় তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।



    পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘর থেকে ৫ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছিল। বিষয়টি নিয়ে পরিবারের তরফে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল বাড়ির দায়িত্বে থাকা পাঁচ জন কেয়ারটেকারকে। পরবর্তীতে রাতে পরিবারের সদস্যরা ঘুমিয়ে যাওয়ার পর রান্নাঘরেই বসেছিল মদের আসর। সেখানেই টাকার প্রসঙ্গ উঠতেই পরিচারকদের মধ্যে বচসা হয়।

    প্রসঙ্গত, ভারতের জাতীয় ফুটবল দলের অধিনায়ক ছিলেন পি কে। জাতীয় দলের জার্সিতে ৫২টি ম্যাচ খেলে ১৬টি গোল রয়েছে তাঁর নামে। অর্জুন পুরস্কার, পদ্মশ্রী-সহ একাধিক সম্মান লাভ করেছিলেন প্রাক্তন এই ফুটবলার। ২০২০ সালের ২০ মার্চ কলকাতার হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

    খবর পেয়ে গোপীনাথ-এর ভাইঝি তনুশ্রী ঘোষ এসে পৌঁছেছেন ওই বাড়িতে। আসানসোল জামুরিয়া থাকেন তাঁরা। তবে কাকু গোপীনাথ এই বাড়িতেই থাকেন বহুদিন ধরে। এই বাড়ির বিশ্বস্ত কেয়ারটেকার ছিলেন গোপীনাথ। গোপীনাথের সঙ্গে কারও সঙ্গে শত্রুতা ছিল না বলে দাবি। তার পরেও তাঁকে খুন করা হলো কেন? তা নিয়ে রহস্য পরিবারের মধ্যেও।

  • Link to this news (এই সময়)