দোলের দিন বাঁশদ্রোণী এলাকায় রক্তারক্তি। চার জনকে ধারালো অস্ত্রের কোপ। ওই ঘটনায় একই পরিবারের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের নাম রাহুল দাস, টিঙ্কু দাস ও রুদ্র রায়। তদন্ত শুরু করেছে বাঁশদ্রোণী থানার পুলিশ।
জানা গিয়েছে, বাঁশদ্রোণীর বিদ্যাসাগর পার্কের পালপাড়া এলাকায় স্থানীয় একটি পরিবারের সঙ্গে স্থানীয় ক্লাবের কয়েকজন সদস্যের ঝামেলা বাধে। ওই পরিবারের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ তুলেছেন স্থানীয় ক্লাবের সদস্যরা। বচসার মাঝে ক্লাবের সদস্য বাবন সামন্ত, রতন দাস, অভিজিৎ সরকার, অজয় সিং-সহ আরও কয়েকজনের উপর চড়াও হন ওই পরিবারের লোকজন।
ঝামেলার মাঝেই ক্লাবের সদস্যদের ধারালো অস্ত্র (বঁটি) দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ক্লাবের পক্ষ থেকে বাঁশদ্রোণী থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে টিঙ্কু দাস, রাহুল দাসের বাড়ি প্রগতি ময়দান থানা এলাকায়। রুদ্র বাঁশদ্রোণী এলাকায় থাকেন। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়।