এ বার থানার ভিতর উর্দিতে হাত। নিউটাউন থানার ভিতর ডিউটিরত এক মহিলা সাব ইন্সপেক্টরের সঙ্গে অভব্যতার অভিযোগ। একই সঙ্গে মহিলা পুলিশ কর্মীর শ্লীলতাহানির অভিযোগ উঠল। শুক্রবার দোলের সন্ধ্যায় এই ঘটনা ঘটে। দু’জনকে গ্রেপ্তার করেছে নিউটাউন থানার পুলিশ। ধৃতদের শনিবার বারাসত আদালতে তোলা হলে চার দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়।
শুক্রবার সন্ধ্যায় সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে আসার সময় মদ্যপ অবস্থায় বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ ওঠে দুই যুবকের বিরুদ্ধে। বলাকা আবাসনের কাছে তাঁদের গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। গাড়ির সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে যায়।
খবর পেয়েই নিউটাউন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। গাড়ি-সহ দুই যুবককে নিউটাউন থানায় নিয়ে যাওয়া হয়। সেখানেই দায়িত্বপ্রাপ্ত ওই মহিলা সাব-ইন্সপেক্টর তাঁদের নাম জানতে চাইলে, অভিযোগ, তাঁর গায়ে হাত তোলা হয়। পাশাপাশি মহিলা পুলিশের উর্দি ধরেও টানাটানি করা হয় বলে অভিযোগ। থানার ভিতর এমন ঘটনায় তাজ্জব সকলে। অভিযুক্তদের গ্রেপ্তারও করা হয়। শনিবার বারাসত আদালতে তোলা হয় ধৃতদের।