শাশুড়ি-বৌমার বিবাদ লেগেই ছিল। সেই অশান্তির জেরেই শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ বৌমার বিরুদ্ধে। এই অভিযোগকে কেন্দ্র করে নদিয়ার গয়েশপুরের নবগ্রাম এলাকায় রীতিমতো শোরগোল পড়েছে।
সূত্রের খবর, গয়েশপুরের নবগ্রাম এলাকায় বাসিন্দা ৮০ বছরের প্রাণপ্রিয়সী বারুই। শনিবার দুপুরে তিনি স্নান করতে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময়ে তাঁর উপরে ধারালো অস্ত্র দিয়ে প্রাণঘাতী হামলা করেন বৌমা উপাসনা। অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে লুটিয়ে পড়েন শাশুড়ি।
তাঁর চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। তড়িঘড়ি ওই বৃদ্ধাকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যান তাঁরা। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় গয়েশপুর ফাঁড়ির পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে বৌমাকে। কী কারণে তিনি শাশুড়ির উপরে হামলা করলেন, তা স্পষ্ট নয়। তবে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, সাংসারিক অশান্তির কারণেই হামলা। প্রতিবেশীদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শাশুড়ি-বৌমার সম্পর্ক কেমন ছিল? তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। সামান্য সুস্থ হলে শাশুড়িকেও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে পুলিশের।
কয়েকদিন আগে মধ্যমগ্রামে পিসিশাশুড়িকে খুন করার অভিযোগ উঠেছিল বৌমার বিরুদ্ধে। শুধু খুন নয়, দেহ লোপাটের জন্য গোড়ালি কেটে তা ঢোকানো হয়েছিল ট্রলি ব্যাগের মধ্যে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। এ বার গয়েশপুরের ঘটনাতেও এলাকাতে তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দাদের কথায়, উপাসনার সঙ্গে শাশুড়ির প্রায় অশান্তি হতো। কিন্তু তারইজেরে তিনি তাঁর শাশুড়ির উপর হামলা করবেন, তা মানতে নারাজ স্থানীয়রা।