শনিবার ভোরে হুগলির পোলবার অনন্তপুরে চন্দননগর রেল ওভার ব্রিজের নীচ থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। ঘটনাস্থলে পৌঁছয় পোলবা থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। যুবকের পরিচয় এখনও জানা যায়নি।
স্থানীয় সূত্রে খবর, জিটি রোড ও দিল্লি রোডের সংযোগকারী চন্দননগর রেল ওভার ব্রিজের নীচে স্থানীয় বাসিন্দারা এক যুবকের দেহ দেখতে পান। খবর দেওয়া হয় পোলবা থানার। হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সী, সিআই ও ওসি ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।
পুলিশের অনুমান, যুবকের বয়স ৩০-এর আশপাশে। এটি কোন খুনের ঘটনা নয়। মদ্যপ অবস্থায় রেলের ওভার ব্রিজ থেকে নীচে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। যুবকটি ভালো পোশাক পরেছিল এবং গায়ে ও মুখে রং লাগা অবস্থায় ছিল।
স্থানীয় বাসিন্দা রুপম চক্রবর্তী বলেন, ‘ভোরবেলা স্থানীয় এক কৃষক মাঠে চাষের কাজে এসে যুবকের দেহটি দেখতে পান। খবর দেওয়া হয় পোলবা থানায়।’ মনে করা হচ্ছে যুবক চুঁচুড়া, চন্দননগর, পোলবা এলাকার বাসিন্দা নন। স্থানীয়রা কেউ তাঁকে চিনতে পারছে না।
হুগলি গ্রামীণ পুলিশের ডিএসপি বলেন, ‘অনন্তপুরে রেল ওভার ব্রিজের নিচে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। মৃতের শরীরে বড় কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’
গতকাল দোল উৎসবের দিন ব্রিজের উপর থেকে পড়ে গিয়েই এই দূর্ঘটনা? নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ।