জমাট বাঁধার পরিবর্তে গুঁড়িয়ে যাচ্ছে ঢালাই। কাদামাটির থেকেও নরম সেই ঢালাই সামান্য চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। নিম্নমানের জিনিস দিয়ে রাস্তা তৈরি অভিযোগ পশ্চিম মেদিনীপুরের পিংলার পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতে। গ্রামবাসীদের বিক্ষোভের জেরে সেচ দপ্তরকে কাজ বন্ধের নির্দেশ দিলেন বিডিও লাকপা ওয়াংচু শেরপা।
জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের দাবি মেনে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের ৮নং পিন্ডরুই গ্রাম পঞ্চায়েতের চকচন্ডী এলাকায় এক বছর আগেই একটি স্লুইস গেট নির্মাণ করা হয়েছে সেচ দপ্তরের উদ্যোগে। বন্যাপ্রবণ এই এলাকায় স্লুইস গেট নির্মাণের ফলে এলাকাবাসীরা যেমন উপকৃত হবেন, ঠিক তেমনই কৃষকরাও চাষের কাজে জল ব্যবহার করতে পারবেন। ওই গেট বা ব্রিজের উপর দিয়ে মানুষজনের যাতায়াতের জন্য সংযোগকারী রাস্তাও তৈরি করা হয়েছে। সেই রাস্তা নিয়েই অভিযোগ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গ্রামবাসীদের অভিযোগ, বারবার বলা সত্ত্বেও নিম্নমানের সামগ্রী দিয়ে রাতের অন্ধকারে ঢালাই করা হয়েছে। ব্রিজ (স্লুইস গেট) তৈরি করা হলেও রাস্তায় যে ভাবে ঢালাই করা হয়েছে, তাতে দু’দিনেই সব নষ্ট হয়ে যাবে বলে আশঙ্কা তাঁদের।
বিষয়টি নিয়ে বিডিও বলেন, ‘নিম্নমানের সামগ্রী দিয়ে ঢালাই হচ্ছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। আমি সেচ দপ্তরকে বিষয়টি জানিয়েছি। ওই জায়গায় নতুন করে ঢালাই করা হবে বলে জানানো হয়েছে।’ সেচ দপ্তর সূত্রেও জানা গিয়েছে, ওই রাস্তার কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।