• দোল খেলে গঙ্গায় স্নান করতে নেমে তলিয়ে গেল যুবক, কোন্নগরে শোকের ছায়া...
    আজকাল | ১৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বন্ধুরা মিলে দোল খেলেছিলেন। তারপর সেই রং তুলতে গঙ্গায় স্নান করতে নেমেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। তলিয়ে গেল যুবক। শুক্রবার বিকেলে ঘটনাটি ঘটেছে কোন্নগর বারো মন্দির ঘাটে।

    গঙ্গায় সে সময় ভাটা চলছিল। যুবককে তলিয়ে যেতে দেখে বন্ধুরা তোলার চেষ্টা করলেও তা সফল হয়নি বলেই জানা গিয়েছে। 

    খবর পেয়ে বারো মন্দির ঘাটে আসে উত্তর পাড়া থানার পুলিশ। চন্দননগর পুলিশের এসিপি-৩ আলি রাজাও আসেন। সেসময় ঘাটে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন তিনি। পরে বিপর্যয় মোকাবিলা দপ্তর স্পিড বোট নিয়ে এসে যুবকের খোঁজ শুরু করে। রাত বাড়লেও ওই যুবকের খোঁজ মেলেনি। তলিয়ে যাওয়া যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

    দোল পূর্নিমা উপলক্ষে কোন্নগর বারো মন্দির ঘাটে এ দিন ব্যাপক ভিড় ছিল। 
  • Link to this news (আজকাল)