আজকাল ওয়েবডেস্ক: আদিবাসী নাবালিকাকে যৌন হেনস্তার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। অভিযুক্তদের একজনকে গ্রেপ্তার করেছে আসানসোল উত্তর থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো ধারায় মামলা দায়ের হয়েছে।
পুলিশ সূত্রে খবর, আসানসোল উত্তর থানার অন্তর্গত পাঁচগেছিয়া কদম ডাঙ্গায় এক আদিবাসী মেয়েকে অভিযুক্ত দুই যুবক ধাওয়া করে যৌন হেনস্থা করে। এরপরই ওই দু'জনের নামে অভিযোগ দায়ের হয়েছে আসানসোল উত্তর থানায়। তার ভিত্তিতে জগন্নাথ রুইদাসকে গ্রেফতার করে আসানসোল আদালতে পাঠিয়েছে পুলিশ।
অন্য অভিযুক্ত বাপি রায়ের খোঁজে তল্লাশি চলছে। আসানসোল পুলিশ কমিশনারেটের ডিসিপি সেন্ট্রাল ধ্রুব দাস জানিয়েছেন, এই পাশবিক ঘটনা জানাজানি হলে আদিবাসীদের মধ্যে ব্য়াপক ক্ষোভ ছড়ায়। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে। ইতিমধ্যে এক যুবককে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে, তাকে হেপাজতে নিয়ে বাকিদের খোঁজে তল্লাশি চলছে।
এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছিলেন আধিবাসী সম্প্রদায়ের মানুষ। দোষীদের অবিলম্বে সাস্তি না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আদিবাসী নেতা মোতিলাল সোরেন।