• দোলের দিন খড়দহে তৃণমূলের ছাত্র পরিষদের নেতাকে এলোপাথাড়ি কোপ, হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু...
    আজকাল | ১৫ মার্চ ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: দোলের দিন এক কলেজছাত্রকে কুপিয়ে খুন করা হল উত্তর ২৪ পরগনার খড়দহে। এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে খড়দহ থানার পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত অপর ব্যক্তির খোঁজ চলছে বলে জানিয়েছে পুলিশ।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ওই যুবকের নাম আকাশ চৌধুরী। তিনি তৃণমূলের ছাত্র পরিষদের নেতা ছিলেন। তিনি ব্যারাকপুর মহাদেবানন্দ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। শুক্রবার দোল খেলতে আকাশকে খড়দহের জয়শ্রী কেমিক্যালের কারাখানার সামনে ডেকেছিলেন কয়েকজন। সেখানে পৌঁছতেই তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারা হয়। রক্তাক্ত অবস্থায় সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে তাঁকে আহত অবস্থায় একটি বাইকে করে খড়দহের বলরাম সেবামন্দিরে নিয়ে যাওয়া হয়। এরপর আকাশকে সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

    পরিবার সূত্রে জানা গিয়েছে, গত ৩১ ডিসেম্বর রাতে একটি বচসায় জড়িয়ে পড়েছিলেন আকাশ। পুলিশে মামলাও দায়ের করেছিলেন তিনি। সেই মামলা তুলে নেওয়ার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল। ২২ নং ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর জানান, ওই যুবক ছাত্র রাজনীতি করতেন। তৃণমূল ছাত্র পরিষদের সদস্য ছিলেন। তিনি বলেন, ''যে ওকে মেরেছে, সে ক্রিমিনাল। পুরনো একটি গন্ডগোল ছিল বলে শুনেছি। পুলিশ তদন্ত করে দেখুক।''

    এই ঘটনায় পুলিশ পবন রাজভড় নামে এক ব্যক্তিকে। অন্য এক অভিযুক্ত কানহাইয়াকে খুঁজছে পুলিশ। তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। 
  • Link to this news (আজকাল)