আজকাল ওয়েবডেস্ক: দোলের রাতে খুন! ঘটনাটি ঘটেছে কিংবদন্তি ফুটবলার ও কোচ পিকে ব্যানার্জির বাড়িতে। মদের আসরের মধ্যেই ধারালো অস্ত্রের কোপে খুন করার অভিযোগ উঠেছে বাড়ির পরিচারকের বিরুদ্ধে। অভিযোগ দায়ের হওয়ার পর বিধাননগর দক্ষিণ থানার পুলিশ অপর পরিচারককে গ্রেপ্তার করেছে।
প্রয়াত ফুটবলারের সল্টলেকের বাড়িতে বর্তমানে থাকেন তাঁর দুই মেয়ে। পরিচারকের রক্তাক্ত দেহ উদ্ধার হওয়ার পর শনিবারই অভিযুক্ত অপর পরিচারককে গ্রেপ্তার করা হয়েছে। জানা গেছে, সল্টলেকের জিডি ব্লকে পিকে–র বাড়িতে দুই পরিচারকের মধ্যে বচসা হয়। এক জন অপরকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। কী নিয়ে তাঁদের মধ্যে বচসা হয়েছিল, তা জানার চেষ্টা করছে পুলিশ। খবর পেয়ে শনিবার সকালে সেখানে যান বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকরা। নিহতের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়। সন্দেহভাজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। তাকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবারই ধৃতকে আদালতে হাজির করানো হবে।
জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, বাড়িতে পরিচারকদের মধ্যে একটি মদের আসর বসেছিল শুক্রবার। সেখানেই কোনও গোলমাল হয়ে থাকতে পারে বলে তাঁদের অনুমান। পিকের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ঘটনার সময় তাঁরা কোথায় ছিলেন তা জানার চেষ্টা চলছে। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে।