• পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে পরিচারকের দেহ উদ্ধার
    দৈনিক স্টেটসম্যান | ১৫ মার্চ ২০২৫
  • প্রাক্তন ফুটবলার পিকে বন্দ্যোপাধ্যায়ের সল্টলেকের বাড়িতে খুন। বাড়ির পরিচারকের দেহ উদ্ধার করেছে পুলিশ। ড্রাইভারের সঙ্গে বচসার জেরে খুন বলে পুলিশের প্রাথমিক অনুমান। অভিযুক্ত গাড়ি চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবারই তাঁকে আদালতে হাজির করানো হবে।

    সল্টলেকের জিডি ব্লকে পিকে-র বাড়িতে তাঁর অবর্তমানে এখন তাঁর মেয়েরা থাকেন। শুক্রবার বাড়িতে পরিচারকরা মিলে একটি মদের আসর বসিয়েছিলেন। সেখানেই কোনও গোলমাল হয়ে থাকতে পারে বলে অনুমান পুলিশের। শুক্রবার রাত সাড়ে ১০টা নাগাদ বাড়ির পরিচারককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। বিধাননগর মিউনিসিপ্যাল হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

    সূত্রের খবর, দোলের দিন মদ খাওয়া নিয়ে বাড়ির গাড়িচালক বরুণ ঘোষের সঙ্গে বচসা হয়েছিল পরিচারক ভগীরথ মুহুরির। অভিযোগ, ওইদিন রাতে অস্ত্র নিয়ে ভগীরথের উপর চড়াও হয় বরুণ। এলোপাথাড়ি কোপানো হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তাঁর চিৎকারে ছুটে আসেন আশপাশের লোকজন। খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়।

    ঘটনার সময় পিকে-র বাড়ির সদস্যেরা কোথায় ছিলেন, তাঁরা গোলমালের শব্দ পেয়েছিলেন কি না, খতিয়ে দেখা হচ্ছে। বাড়ির বাইরের সিসি ক্যামেরার ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় অভিযুক্তের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। নেহাতই মদ খাওয়া নিয়ে গন্ডগোল, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন বিধাননগর দক্ষিণ থানার আধিকারিকেরা।

    এদিকে আরেকটি সূত্রের দাবি, সম্প্রতি থাইল্যান্ড থেকে ফিরেছেন প্রয়াত ফুটবলারের এক মেয়ে। শুক্রবার তিনি অভিযোগ জানান, তাঁর পার্স থেকে কয়েক হাজার টাকা চুরি হয়ে গিয়েছে। এ কথা জানার পর ওইদিনই বাড়ির চালক সহ পাঁচ পরিচারককে ঘরে ডেকে তিনি জিজ্ঞাসা করেন। এই নিয়েই বচসার সূত্রপাত। মদের আসর বসলে সেই বচসা চরমে পৌঁছয়। সেই কারণেই খুনের ঘটনা কি না, খতিয়ে দেখছে পুলিশ।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)