• মা পরকীয়ায় লিপ্ত! রাগে রাস্তায় আছাড় মেরে ৪ বছরের মেয়েকে জলে ফেলে দিল বাবা...
    ২৪ ঘন্টা | ১৫ মার্চ ২০২৫
  • অনুপ কুমার দাস: ফের অমানবিক চিত্র নদিয়ায়। নিজের মেয়েকে প্রথমে রাস্তায় আছাড় মেরে পরে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের উপর থেকে নদীতে ফেলে দিয়ে হত্যা করার অভিযোগ বাবার বিরুদ্ধে। ঘটনায় অভিযুক্ত বাবাকে গ্রেফতার করেছে নদিয়ার ধুবুলিয়া থানার পুলিস। স্থানীয় পুলিস সূত্রে খবর, নদিয়ার ধুবুলিয়া থানার ধুবুলিয়া দু'নম্বর পঞ্চায়েতের অন্তর্গত বাহাদুরপুর মায়াকোল মাঝেরপাড়া গ্রামের বাসিন্দা বাবু ঘোষ ওরফে বুদ্ধর সঙ্গে বর্ষা ঘোষের বিয়ে হয় সাত বছর আগে।

    তাদের চার বছরের কন্যা পিউ ঘোষকে নিয়ে সংসার চলছিল ঠিকঠাকই। অভিযোগ, স্ত্রী-র অন্যত্র সম্পর্ক আছে বলে কয়েকদিন সংসারে স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি চলছিল। শুক্রবার হোলির দিন ও অশান্তি হয়। স্বামী বাড়ি থেকে বের হয়, রাতে বাড়ি ফিরে দেখে স্ত্রী বাপের বাড়ি গিয়েছে তার চার বছরের মেয়েকে বাড়িতে রেখে। মেয়েই বলে, মা তার মামার বাড়ি চলে গিয়েছে। গত রাতে তারপরেই মেয়েকে মামার বাড়ি ঘুরতে যাওয়ার নাম করে বাড়ি থেকে মেয়ে নিয়ে বের হয় বাবু।

    ১২ নং জাতীয় সড়ক দিয়ে নিয়ে গিয়ে জলঙ্গি সেতুর কাছে গিয়ে মেয়েকে প্রথমে রাস্তায় আছাড় মারে। পরবর্তীতে মৃত্যু নিশ্চিত করতে জলঙ্গী নদীর ব্রিজ থেকে নদীতে ফেলে দেয় বলে অভিযোগ। এরপর বাড়িতে গিয়ে অভিযুক্ত তার নিজের মাকে জানায়, তার মেয়েকে সে মেরে ফেলেছে। একথা জানাজানি হতেই এলাকাবাসী অভিযুক্ত বুদ্ধ ঘোষকে আটকে রেখে জিজ্ঞাসাবাদ করলে সে কোনওভাবেই মুখ খুলতে চায় না তার মেয়ে কোথায়।

    এরপর ধুবুলিয়া থানায় খবর দিলে ধুবুলিয়া থানার পুলিস গ্রামে পৌঁছে রাতেই অভিযুক্তকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে স্বীকার করে তার মেয়েকে সে এই নির্মমভাবে মেরে ফেলেছে। এরপরই ধুবুলিয়া থানার পুলিস তল্লাশি চালিয়ে কৃষ্ণনগর জলঙ্গি ব্রিজের নিচে নদী থেকে ফুটফুটে চার বছর শিশু কন্যার নিথর দেহ উদ্ধার করে। এরপর মৃত শিশু কন্যার মৃতদেহ ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠায়।

    অপরদিকে, অভিযুক্ত গ্রেফতার করেছে এবং জিজ্ঞাসাবাদ চালাচ্ছে ধুবুলিয়া থানার পুলিস। ঘটনায় দোষী দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন স্থানীয় পঞ্চায়েতের উপপ্রধান এবং এলাকাবাসী।যদিও শিশু কন্যার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমেছে শোকের ছায়া। জানা গিয়েছে, মাটিতে আছাড় মেরে পরবর্তীতে জলঙ্গি ব্রিজ থেকে নদীতে ফেলে হত্যা করার অভিযোগে অভিযুক্ত বাবা বুদ্ধদেব ঘোষকে গ্রেফতার করল ধুবুলিয়া থানার পুলিস।

    পুলিস সূত্রে খবর, শুক্রবার তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সে তার সমস্ত দোষ স্বীকার করেছে পুলিসের কাছে তারপরেই অভিযুক্ত বুদ্ধদেব ঘোষকে গ্রেফতার করা হয়েছে। আজ অভিযুক্ত বাবা বুদ্ধদেব ঘোষকে সাত দিনের পুলিস হেফাজত চেয়ে কৃষ্ণনগর আদালতে পাঠায় ধুবুলিয়া থানার পুলিস।

  • Link to this news (২৪ ঘন্টা)